জি বাংলায় সদ্য শুরু হয়েছে ༺কার কাছে কই মনের কথা ধারাবাহিক শুরু হয়েছে জুলাই মাস থেকেই। প্রোমো অনুসারে, পাড়ার পাঁচ বউ-এর বন্ধুত্বই হবে এই ধারাবাহিকের গল্প। তবে ধারাবাহিক শুরু হতে হতেই তা যেভাবে শাশুড়ি আর বউমার লড়াইয়ে গিয়ে দাঁড়িয়েছে তাতে✱ বেশ বিরক্তই দর্শকদের একাংশ। আর এবার তো দেখানো হয়ে গেল মা-ছেলের ফুলশয্যার একটা দৃশ্যও।
ধারাবাহিক অনুসারে, সদ্য বিবাহিতা শিমূল শ্বশুরবাড়িতে আসার পর থেকেই যেন শাশুড়ির চ♚ক্ষুশূল। আর বর পরাগও ছোটবেলায় হারিয়েছে বাবাকে। মা অন্ত প্রাণ। তাঁর দাবি, শিমূল তাঁর মায়ের মুখের উপর কোনও কথা বলতে পারবে না। পরাগের ভাইও কথায় কথায় অপমান করে শিমূলকে। সে যাই হোক, ফুলশয্যার রাতে পরাগ কোনও উপহার আনে না নতুন বউ-এর জন্য। এদিকে স🌜মানাধিকারে বিশ্বাসী শিমূল কিন্তু বরকে দেবে বলে আংটি নিয়ে আসে। আর এই উপহার বদলের মাঝেই শাশুড়ি চলে আসে শরীর খারাপের নাটক করে। শেষমেশ দেখা যায়, ফুলশষ্যার খাটে ছেলের বুকে মাথা রেখে শুয়ে থাকল মা, আর নতুন বউয়ের জায়গা হল চেয়ারে।
তবে এই দৃশ্য দর্শকদের বড় একটা অংশের মনে ধরল না একেবারেই। অনেকেরই দাবি, ফুলশয্যার খাটে ജমা-ছেলেকে না দেখালেই পারতেন। এর থেকে মা পারত ছেলেকে নিজের ঘরে ডেকে নিয়ে যেতে, একা ঘুমত শিমূল। অথবা পরাগ চেয়ারে শিমূল আর শাশ𒀰ুড়ি খাটে। শুধুমাত্র টিআরপি বাড়াতে এমন দৃশ্যের আশ্রয় নেওয়া হয়েছে।
সিরি🎐য়ালে মানালি দে-র স্বামীর চরিত্রে অভিনয় করছেন দ্রোণ। শাশুড়ি হয়েছেন রীতা দত্ত চক্রবর্তী। সৌনক রায় রয়েছেন মানালির দেওরের চরিত্রে।𝓡 মানালির পাড়ার আর তিন বৌদি হয়েছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায় এবং সৃজণী মিত্র। দেওরের হবু বউ-এর চরিত্রে কুয়াশা বিশ্বাস। প্রোমো-তে কুয়াশারে পজিটিভ দেখানো হলেও, বর্তমানে বেশ ধোঁয়াশাতেই এই চরিত্র।
কার কাছে কই মনের কথা-র বিপরীতে জলসা থেকে রয়েছে কমলꦆা ও শ্রীমান পৃথ্বীরাজ। অনেকেই ভেবেছিলেন, মানালি, স্নেহা-বাসবদত্তাদের নিয়ে এই সিরিয়াল হয়তো প্রথম সপ্তাহ থেকেই টিআরপি-তে উপরের দিকে থাকবে। কিন্তু, ক🌞ার্যত দেখা যাচ্ছে তিন সপ্তাহ পেরিয়ে গেলেও টিআরপি-র সেরা দশে জায়গা করে উঠতে পারেনি। যদিও গত সপ্তাহে কার কাছে কই মনের কথা (৪.৭) স্লট পেয়েছে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (৪.৪)-এর বিপরীতে। দেখার শাশুড়ি বউমার যুদ্ধ টিআরপি বাড়ায় না কমায়।