করণ জোহরের মা হিরু জোহরের জন্মদিন এদিন। আর তাঁর জন্মদিন উপলক্ষ্যে বলিউডের এই বিখ্যাত পরিচালক তথা প্রযোজক একটি মন ভালো করꩲে পোস্ট লিখলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি তাঁর মায়ের অপরিসীম ভালোবাসা, ত্যাগের কথা তুলে ধরেন। জানান তাঁর মায়ের শক্তি, তাঁর বড় করে তোলা, শিক্ষার জন্য তিনি আজকের করণ জোহর হয়ে উঠেছেন। তাঁর মা-ই তাঁর মূল্য🥀বোধ গড়ে তুলেছেন।
মাকে নিয়ে করণের পোস্ট
করণ জোহর এদিন তাঁর সোশ্যাল মিডিয়ায় মাকে নিয়ে লেখেন, 'মায়ের ভালোবাসা প্রকৃতির অন্যতম একটি শক্তির উৎস। ভাবনার বাইরে গিয়ে মায়ের সন্তানদের𝄹 ভালোবাসে এবং সেই ভালোবাসার জন্য তাঁরা যে কোনও দূর পর্যন্ত যেতে পারেন। আমি আমার মায়ের মতো একজন মা পেয়ে ধন্য যিনি আমায় মাটিতেღ পা রেখে চলতে শিখিয়েছেন, বুঝিয়েছেন পেশাগত জীবনে সাফল্য পেলেই সফল হওয়া যায় না, বা আমরা কী সেটা বোঝায় না। আমার ব্যবহার থেকে সেটার পরিচয় পাওয়ার যায়। উচ্চাকাঙ্ক্ষা, প্রত্যাশার থেকে ভালই ব্যবহার বেশি জরুরি, বুঝিয়েছেন তিনি। আমি যদি যে কোনও পরিস্থিতিতে ঠিক থাকি, সঠিক হই তাহলে ঝগড়া, ঝামেলার দরকার নেই। আমি তোমায় ভালোবাসি মা। শুভ জন্মদিন।'
আরও পড়ুন: 'ভালো গান, যোগ্য সম্মান...' আসছে সারেগামা🧔পা, কবে থেকে শুরু হচ্ছে অডিশন?🦩 জেনে নিন ঝটপট
আরও পড়ুন: জিততেই ইনস্টায় RCB ঝড়! হারাল কোহলি ও এলভিসকে
তিনি এদিন তাঁর পোস্টে মায়ের জন্য আরও কিছু কথা লেখেন। করণ তাঁর মায়ের উদ্দেশ্যꦦে বলেন, 'ধন্যবাদ আমায় এই দুনিয়ায় আনার জন্য এবং আমার দুনি🌞য়া হয়ে ওঠার জন্য।'
এদিনের এই পোস্টে করণ জোহর বেশ কিছু ছবিও শেয়ার করেন। সেখানে তাঁকে তাঁর মায়ের স🦋ঙ্গে দেখা যায়। হিরুর সঙ্গে সেই ছবিগুলোতে করণের দুই সন্তান যশ এবং রুহিকেও দেখা যায়। শেষ ছবিতে করণকে তাঁর মায়ের গালে চুমু খেতে দেখা যাচ্ছে।
করণের প্রজেক্ট
করণ জোহর পরিচালিত ছবি রকি অউর রানি কি প্রেম ক♐াহানি গত বছর মুক্তি পেয়েছিল। এই মাসেই আসছে তাঁর প্রযোজিত ছবি অ্যায় ওয়াতান মেরে ওয়াতান। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে সারা আলি খানকে। এখানে তিনি একজন স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে ধরা দেবেন। ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে এই ছবিটি। হিমেশ রেশামিয়াকে দেখা যাবে একটি বিশেষ চরিত্রে।