দেখে কে ♋বল𓆏বে দুই ছেলের মা, বয়স এখন ৪০-এর কোটায়। ৪৪-এও টানটান মেদহীন শরীর। করিনার ফিটনেস রুটিন শেয়ার করে, অনুরাগীদের সঙ্গে তাঁর শরীরচর্চার ভিডিয়ো ভাগ করে নিলেন সেলিব্রিটি ফিটনেস প্রশিক্ষক মহেশ ঘানেকার। অভিনেত্রীর শরীরচর্চার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল।
মহেশ ঘানেকার করিনা কাপুর খান, সোহা আলি খান এবং সুরিয়ার মতো সেলিব্রিটিদের প্রশিক্ষণ দেন। প্রায়শই তিনি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই সব তারকাদের শরীরচর্চার নানা ছবি ও 🦩ভিডিয়ো ভাগ করে নেন। এবার সে রকমই মহেশ করিনার ওয়ার্কআউটের একটি ভিডিয়ো পোস্ট করেছেন।
প্রশিক্ষক করিনার ভিডিয়োটি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘নতুন বছরের ফিটনেস গেম।’ ভিডিয়োতে অভিনেত্রীকে দুটি আলাদা আলাদা রকমের শরীর চর্চা করতে দেখা যায়। প্রথম অংশে দেখা যায়, তিনি এক পায়ে একটানা লাফাচ্ছেন এবং অন্য পায়ে দেয়ালে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছেন। দ্বিতীয় অংশে দেখা যায় কারিনা তাঁর যোগা ম্যাটে ধড🍸় এবং পা মাটি থেকে উপরে তুলে বসে, দুই হাতে ডাম্বেল নিয়ে সামনের দিকে ঘুষি মারার মতো ভঙ্𒊎গি করছেন।
৪৪-এও নায়িকার ফিটনেস দেখে আল্পুত তাঁর ভক্তরা। করিনার এই ওয়ার্কআউটের দৃশ্য অনেককেই অনুপ্রাণিত করেছে। একজন লিখেছেন, 'রানী'। আরেকজন মন্তব্য করেছেন, ‘দুই সন্তানের পরও! পাগল করা চেহারা।’ একজন মন্তব্য করেছেন, 'ও মাই গড! ওয়াও।' আরেকজন বলেন, ‘৪০-এর কোঠায় বয়স, দু💜টি সন্তান রয়েছে এবং তবুও এখনও এই চেহারা! ওঁকে দেখে সত্যি সুস্থ ও সুখী মনে হচ্ছে।’
আরও পড়ুন: বিয়꧟ে নিয়ে কী পরিকল্পনা দিতিপ্রিয়ার? 'মন দিয়ে করলে…', বছরের শুরুতেই চমক নায়িকার
করিনার ফিটনেসের ভিডিয়ো ছাড়াও, নায়িকা তাঁর ও সইফের বড় ছেলে তৈমুরের বড়দের মতো হাবভাব করা দু'টো 📖মিষ্টি শেয়ার করে বছর শুরু করেছেন। ছবিতে ছোট্ট তৈমুরকে পিছন দিক থেকে দেখা গিয়েছে। একেবারে ফর্ম্যাল পোশাক ধরা দিয়েছে সে। তাঁর পরনে একটা কালো ব্লেজার ও কালো প্যান্ট। ছবিতে সে তাঁর মায়ের হিল হাতে করে বয়ে নিয়ে যাচ্ছে। অভিনেত্রী ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘মায়ের সেবা শুধু এবছর নয়, সারা জীবন। শুভ নববর্ষ, বন্ধুরা। আরও ছবি আসছে শীঘ্রই। সঙ্গে থাকুন।’
২০১৬ সালের ২০ ডিসেম্বর করিনা-সইফের কোল আলো করে জন্ম নেয় তৈমুর। তারপর তাঁদের কোলে আসেཧ জাহাঙ্গীর আলি খানও। জেহ জন্মায় ২০২১ সালের ২১ ফেব্রুয়া♉রি।