বাদ্যি বেজে গিয়েছে। আগামী মাসের ৪ তারিখ থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। যা চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। এবার KIFF ৩০তম বর্ষে পা দিতে চলেছে। তাই আপাতত চলছে শেষমুহূর্তের প্রস্তুতি। তবে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের প্রসঙ্গ উঠলেই যে প্রশ্নটি স্বাভাবিক﷽ভাবে এসেই যায়, সেটা হল এবার কোন কোন বলি সেলেব থাকছেন এই উৎসবে? শাহরুখ খান, Big B আ💛মিতাভ বচ্চন কি থাকছেন?
উত্তরটি হল 'নাহ'। নবান্ন সূত্রে খবর এবার চলচ্চিত্র উৎসবে শাহরুখ-সলমন-অমিতাভ বচ্চন, দেশের অন্যতম এই তিন সুপারস্টারের কেউই উপস্থিত থাকতে পারছেন না। এবার প্রশ্ন, তাহলে বলিউড থেকেಞ এবার কারা থাকছেন? জানা যাচ্ছে, এবার থাকছেন শা🍬বানা আজমি, জাভেদ আখতার এবং বলিউড অভিনেতা তথা এবারজ্যের সাংসদ শত্রুঘ্ন সিনহা। এছাড়াও ৫ ডিসেম্বর আসতে পারেন বিদ্যা বালান। বলিউড তারাকা ছাড়া চলচ্চিত্র উৎসবের মঞ্চে থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায় সহ টলিপাড়ার বেশকিছু তারকা।
জানা যাচ্ছে, কিছুদিন আগে মুকেশ আম্বানির ছেলের বিয়েতে মুম্বই গিয়েই চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকার জন্য অমিতাভ বচ্চন, শাবানা আজমিদের আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন খোদ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিগ বি এবার থাকতে পারছেন না বলেই জানা যাচ্ছে। খুব সম্ভবত নিরাপত্তা জনিত নানান কারণে এবার আসছেন 🦋না শাহরুখ-সলমনরাও।
প্রসঙ্গত, প্রত্যেক বছরই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেশ-বিদেশের নানান সিনেমা দেখানো হয়। এবারও তার অন্যথা হবে না। তবে এবার এই সিনেমার উৎসবে থাকছে না প্রতিবেশী দেশ বাংলাদেশের কোনও ছবি। এক্ষ♓েত্রে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ছায়া পড়েছে সিনেমার এই উৎসবেও। জানা যাচ্ছে, এবার মাত্র বাংলাদেশের একটি ছবিই এই উৎসবে অন্তর্ভূক্তির জন্য আবেদন পড়েছিল। সেটা হল ঢাকার শঙ্খ দাশগুপ্ত-র ‘ডিয়ার মালতি’ ছবিটি। তবে এবার সেটি এই উৎসবের জন্য নির্বাচিত হয়নি। এদিকে ভিসা জটিলতার কারণে এবার কিফের আসরে বিভিন্ন সেশন ও কর্মশালায় প্যানেলিস্টদের তালিকায় বাংলাদেশের কোনোও অতিথিও থাকছেন না বলে জানিয়েছেন KIFF-এর কর্মকর্তারা।
তবে ৩০তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে ১৪টি ছবি মনোনীত হয়েছে। এর ম🐻ধ্যে রয়েছে ফ্রান্স, বুলগেরিয়া, জাপানসহ বিভিন্ন দেশের 𒊎ছবি। ইরানি চলচ্চিত্র পরিচালক জাফর পনাহির সম্পাদনায় নাদের সেইভারের পরিচালনায় তৈরি ‘দ্য উইটনেস’ ছবিটি রয়েছে প্রতিযোগিতায়, যা ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল। তবে নেই বাংলাদেশি কোনও ছবি।