কুমার শানু এদিন একটি ছবি শেয়ার করেন তাঁর সহকর্মী তথা বন্ধুদের꧑ সঙ্গে। তাঁদের সেই ছবি দেখে কী বলছে নেটপাড়া?
আরও পড়ুন: 'খুব মিস করি...' ৫৬ তম জন্মবার্ষিকীতে সুরে সুরেই বন্ধু কেকে -কে স্মরণ শিল্পার, গাই𓆏লেন কোন গান?
কী পোস্ট করলেন কুমার শানু?
কুমার শানু এদিন দুটো ছবি পো♕স্ট করেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে পাশাপাশি চারটি চেয়ারে বসে আছেন কুমার শানু, অভিজিৎ ভট্টাচার্য, সোনু নিগম এবং উদিত নারায়ণ। ছবিতে কুমার শানুকে বেইজ রঙের ফুল স্লিভ টিশার্ট এবং প্যান্ট পরে থাকতে দেখা যাচ্ছে। অন্যদিকে উদিত নারায়ণ বসে আছেন নীল স্ট্রাইপ শার্ট এবং নেভিꦰ ব্লু প্যান্ট পরে। অভিজিতের পরনে সাদা শার্ট এবং ডেনিম শর্টস। সোনু নিগমের পরনে মেরুন শার্ট এবং শেওলা রঙের প্যান্ট। এই ছবিগুলো পোস্ট করে কুমার শানু লেখেন, 'ভালো সময় কাছের বন্ধুদের সঙ্গে।'
কে কী বলছেন?
গায়ক এই ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই বহুবার শেয়ার হয়েছে সেটা। তাঁরা সকলেই ৯০ এর দশকের খ্যাতনামা গায়ক। ফলে এই ছবিগুলো দেখেই নস্টালজিয়ায় ভেসেছেন নেটিজেনরা। এক ব্যক্তি লেখেন, 'গোটা ৯০ দশক এক ফ্রেমে। আমাদের ছেলেবেলা। পুরো ফ্রেমটাই নস্টালজিয়ায় ভরপুর।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'এঁরাই আমার সঙ্গীত জগত। আবার কবে আপনাদের শুনতে পাবো? আপনাদের জন্য আমার ছোটবেলা ও কৈশোর কালটা রঙীন ও মধুর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা এক একজন কণ্ঠের জাদুগর। বর্তমানে যে গায়ককে নিয়ে নাচানাচি তিনি ভালো গাইไয়া কিন্তু আপনাদের মত ঈশ্বর প্রদত্ত সুকণ্ঠ তার নেই। খুব মিস করি আপনাদের তাই পুরনো গান শুনেই জীবনটা রঙীন রাখতে হয়।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'চার জন সঙ্গীত জগতের গুরুদেব। ছোট বেলা থেকে এনাদের গান শুনে আমরা বড় হয়েছি। ধন্যবাদ আপনাকে।'