২০২৪-এর শেষে এসে ফের একটা বিচ্ছেদের খবর। এবার সম্পর্ক ভেঙেছে মল্লিকা শেরাওয়াতের। সম্প্রতি ই-টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বিচ্ছেদের কথা স্বীকার করে নিয়েছেন মল্লিকা। দীর্ঘদিন ধরেই ফরাসি নাগরি𒈔ক সিরিল অক্সেনফ্যানসের সঙ্গে সম্পর্কে ছিলেন মল্লিকা। একসঙ্গেই থাকতেন 🍎তাঁরা। সম্প্রতি সেই সম্পর্কটি যে আর বেঁচে নেই সেকথা স্বীকার করে নিয়েছেন মল্লিকা।
ই-টাইমসকে সাক্ষাৎকারে মল্লিকা শেরাওয়াত বলেন, ‘আমরা আলাদা হয়ে গিয়েছি। এই সম্পর্কটা আর নেই। তবে এবিষয়ে আমি༒ এর বেশি কিছুই বলতে চাই না।’ প্রসঙ্গত ২০১৬ সাল থেকে ফরাসি রিয়েল এস্টেডে বিনিয়োগকারী ব্যবসায়ী সিরিল অক্সেনফ্যানসের সঙ্গে সম্পর্কে 😼ছিলেন মল্লিকা। এর আগে তাঁরা গোপনে বিয়ে করছেন বলেও গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেসময়ই সেই বিয়ের খবর পুরোটাই গুজব মিথ্যে বলে উড়িয়ে দিয়েছিলেন 'মার্ডার' খ্যত অভিনেত্রী।
সম্প্রতি সাকไ্ষাৎকারে মল্লিকাকে প্রশ্ন করা হয়, তিনি কি বিয়েতে🥂 বিশ্বাসী? এবিষয়ে মিস শেরাওয়াতের বক্তব্য ছিল, ‘আমি বিয়ের পক্ষে বা বিপক্ষে কোনওটাই নই। আমি বিয়ে নিয়ে উদাসহীন। বিয়ে হবে কি হবে না, এটা নির্ভর করে দু'জন মানুষ কী চায় তার উপর।’
প্রসঙ্গত, বলিউডে মল্লিকার কেরিয়ারে যখন সেভাবে সাফল্য আসছিল না,🌠 তখন সিরিল অক্সেনফ্যানসের হাত ধরে প্যারিসে চলে যান🐻 মল্লিকা। সেখানেই থাকছিলেন তিনি। ২০১৮ সালে খবরের শিরোনামে উঠে এসেছিলেন অভিনেত্রী। শোনা গিয়েছিল মল্লিকা ও সিরিল অক্সেনফ্যানস প্যারিসের একটা অ্যাপার্টমেন্টে থাকছিলেন, তাঁরা সেখানকার ভাড়া না দেওয়ায় তাঁদের উচ্ছেদ করা হয়। যদিও পরে মল্লিকা সাফ জানান, খবরটি পুরোটাই ভুয়ো, তাঁরা প্যারিসে কোনও অ্যাপার্টমেন্ট কেনেননি বা ভাড়া দেননি। এরপর বিয়ের খবর ছড়িয়ে পড়তেই ২০১৯এর সাক্ষাৎকারে তিনি জানান, তাঁরা বিয়ে করেননি।
তবে বহুদিন ধরেই মল্লিকা লস অ্যাঞ্জেলেস-এ থ𒊎াকছিলেন বলেও শোনা গিয়েছিল। তবে বেশকিছু মাস ধরে তিনি প্রায়ই লস অ্যাঞ্জেলে𓂃স থেকে মুম্বই, দিল্লিতে যাতায়াত করছিলেন।
মল্লিকা আসল নাম রীমা লাম্বা। তিনি হরিয়ানার হিসার জেলার একটা ছোট্ট গ্রাম মঠে জন্মগ্রহಞণ করেন। অভিনয় দুনিয়ায় পা রাখার আগে নাম বদলে হন মল্লিকা। এর আগে করণ সিং গিল-এর সঙ্গে বিয়ে হয়েছিল মল্লিকার। তবে ১৯৯৭ সালে তাঁদের বিবাহ-বিচ্ছেদ হয়। সম্প্রতি সাক্ষাৎকারে মল্লিকা বলেন, ‘আমার পরিবার, আমার বাবা-মা আমায় সবকিছু দিয়েছিলেন, তবে স্বাধীনতা দেননি। তাই আমি ২০ বছর আগে পালিয়ে মুম্বই চলে আসি। এখানে এসে আমি স্বাধীনতার অনুভূতি পাই। ঠিক যেভাবে আমি বাঁচতে চেয়েছিলাম।’ඣ