মল্লিকা শেরাওয়াত মনে করেন ইন্ডাস্ট্রি🥂তে কিছু মানুষ শুধু তাঁর শরীর আর গ্ল্যামার ✨নিয়ে কথা বলে, আমার অভিনয় নিয়ে কোনও চর্চাই হয় না। নিজের ২০০৪ সালের ছবি ‘মার্ডার’-এর সঙ্গে তুলনা করেন দীপিকা পাড়ুকোনের ‘গেহরাইয়া’।
শকুন বাত্রার ‘গেহরাইয়া’ মুক্তি পেয়েছিল ২০২২ স💟ালে। যাতে ছিলেন সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডে। এই ছবিতেও কিছু সাহসী দৃশ্য ছিল রণবীর সিং-পত্নীর। Prabhat Khabar-কে দেওয়া এক সাক্ষাৎকারে মালাইকা জানালেন, ‘আগে হিরোইনরা ছিল হয় খুব ভালো, একেবারে সতী সাবিত্রী টাইপের, কিছুই বোঝে না। না হলে ডাইনা, রাক্ষসী টাইপের যে হিরোইনের খারাপ করতে চায়। এখন অনেক বদল এসেছে, দেখানো হচ্ছে মহিলারাও মানুষ। সে খুশিও হতে পারে, দুঃখীও। সে ভুল করতে পারে, সে পিছলে যেতে পারে। আর তুমি সেইসব সত্ত্বেও তাঁকে ভা🌳লোবাসবে।’
তিনি আরও বলেন, ‘আমার মার্ডার যখন এসেছিল তখন সবাই একেবারে হায় হায় করে উঠেছিল চুমু খাওয়ার জন্য, বিকিনি পরার জন্য। দীপিকা পাড়ুকোন গেহরাইয়া-তে যা করেছে আমি ১৫ বছর আগে করেছি মার্ডারে। কিন্তু মানুষ তখন ছিল খুব সংকীর্ণ মনের। শুধু তাই নয় ইন্ডাস্ট্রি 💛আর মিডিয়ার কিছু মানুষ আমাকে মানসিকভাবে নির্যাতন করেছে। শুধু আমার শীরর আর গ্ল্যামার নিয়ে কথা বলেছে, অভিনয় নিয়ে নয়। আমি কিন্তু ওয়েলকাম, প্যায়ার কা সা🦩ইড এফেক্টসের মতো ছবিও করেছি। কিন্তু কেউ তা নিয়ে কথা বলে না।’
অনুরাগ বসুর সিনেমা ‘মার্ডার’ দিয়েই বলিউডে পা রাখেন মালাইকা, বিপরীতে ইমরান꧋ হাসমি। ২০০৪ সালের সেনসেশন ছিল সেই ছবি।