টোকিওয় সাতটি পদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতীয় অ্যাথলিটরা। অলিম্পিক্সের এটিই পদকের নিরিখে ভারতের সফলতম অলিম্পিক🔥্সে। টোকিওর মঞ্চ সা🤡ক্ষী থেকেছে অ্যাথলেটিক্সে প্রথম ভারতীয় হিসাবে নীরজ চোপড়ার সোনা জয়ের।
ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রথম ভারতীয় হিসাবে স্বর্ণপদক জিতেছেন নীরজ। ফাইনালের লড়াইয়ে প্রথম প্রচেষ্টায় ৮৭.০৩ মিটার দূরত্বে জ্যাভেলিন ছোঁড়েন তিনি। বাকিটা ই⛦তিহাস। অনায়াসেই টোকিওয় জ্যাভেলেন থ্রো-র সোনার পদক গলায় ঝোলান নীরজ। তাঁর জয়ে গর্বিত ১৩৩ কোটি ভার𓆏তবাসী।
তেমনি ইতিমধ্যেই নেটপাড়ায় ঘুর ঘুর করছে সিনেমার পু🍷রনো একটি দৃশ্য। যেখানে অভিনেতাকে জ্যাভলিন থ্রো করতে দেখা যাচ্ছে। আর সেই জ্যাভলিন গিয়ে বিঁধেছে বিচারকের টেবিলের একেবারে মাঝখানে। জ্যাভলিন থ্রো-এর ঠেলায় তিন বিচারকই টেবিল থেকে উলটে মাটিতে পড়ে যান। গ্যালারি থেকে দর্শকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো।
জ্যাভলিন থ্রো-র পর হিরোর অবশ্য ꦕকী হল জানা যায়নি। তবে বান্ধবীর সঙ্গে দৃশ্যে দিব্যি হাত-পা নাড়িয়ে নাচতে শুরু করেন তিনি। যা দেখে নেটিজেনদের একাংশের মন্তব্য এবার এর জন্যই ডায়মন্ড অর্থাৎ হীরে জিতেছে ভারতে। ভিডিয়ো দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেন।