২০২৩ সালের ১৮ মে বিয়ের পিঁড়িতে বসেছিলেন আলতা ফড়িং-এর অমৃতা থুরি মিষ্টি সিং। চাইল্ডহুড লাভ, ১৪ বছরের পুরনো প্রেমিক রেমো দাসের গলাতেই দেন মালা। দেখতে দেখতে পার বিয়ের ১ বছর। এই বিশেষ দিন কীভাবে উদযাপন করলেন মিষ♏্টি আর রেমো?
শহরের এক পাঁচতারা হোটেলে আয়োজন করা হয়েছিল বিয়ের। আইনি কাগজে সই-সাবুদ করে বিয়েটা করেন তাঁরা। সঙ্গে হয়েছিল মালা🌟 বদল আর সিঁদুর দান। নিমন্ত্রিতের তালিকায় টলিউডের বহু তারকা তো ছিলই, এসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দম্পতির হাতে উপহার দিয়ে, করে গিয়েছিলেন আশীর্বাদ।
আরও পড়ুন: ‘দরকার পুরুষদের…’! কাঞ্চনের ‘পরকীয়া’য় দৌড়েছিলেন থানায়, এ💝বার কী বললেন প্রাক্তন বউ পিঙ্কি
প্রথম বিবাহবার্ষিকীর দিন বিয়ের একটি ছবি শেয়ার করে মিষ্টি লিখলেন, ‘প্রিয় জীবনসঙ্গী, তুমি কি যেদিন আমাদের দেখা হয়েছিল, বুঝতে পেরেছিলে আমাদের ভালবাসা চিরন্তন হবে? তুমি কি কল্পনা করেছিলে, যে আমরা প্রেমে পড়ব এবং আমারা একসঙ্গে এই সুন্🌳দর জীবন গড়ে তুলব? শুভ প্রথম বিবাহবার্ষিকী স্বামী!!’
অন্য দিকে, বউয়ের জন্য মিষ্টি একটা সারপ্রাইজ রেখেছিলেন রেমো। দুজনে মিলে যান স্পেশাল লাঞ্চ ডেটে। অভিনেত্রী বেছে নিয়েছি🥀লেন বডিকন কালো স্পার্কলিং গাউন। রেমো পরেছিলেন ব্ল্যাক স্যুট।
আরও পড়ুন: ৬ বছরের ছোট রাতুলকে বিয়ে, এ কী রূপে সামনে এল🃏েন রূপাঞ্জনা! হানিমুনেই 🎃বদলে গেল সব
স্ত্রীর জন্য♋ ফুলের তোড়া এনেছিলেন রেমো উপহার꧙ে। সঙ্গে ভায়োলিনিস্ট কেক। তবে এখানেই শেষ হয়নি উপহারের তালিকা। ছিল ব্যাগ, ঘড়ি আর আংটি। বর রেমোর জন্য মিষ্টি আনেন পারফিউম, ঘড়ি আর ব্লেজার।
আঁচল সিরি🐽য়ালে ভাদুর চরিত্র ব্যাপক জনপ্রিয়তা দেয় মিষ্টিকে। খোকাবাবু, টেক্কা রাজা বাদশা, বিকেলে ভোরের ফুল, আলতা ফড়িংয়ের মতো ধারাবাহিকে কাজ করেছেন। দেখা গিয়েছে বাংলা মিডিয়াম ধারাবাহি💝কেও।
আরও পড়ুন: এ যেন বার্বি ডল! থাই চে༒রা গোলাপি-কালো গাউনে কানের গালা ডিনারে ‘সুন্দরী’ কিয়ারা
অভিনয়ের পাশাপাশি মিষ্টি ভ্লগিংও করেন। যাতে তাঁর সঙ্গ♚ে প্রায়ই দেখা যায় রেমোকেও। মিষ্টির বরের রয়েছে রিয়েল এস্টেটের ব্যবসা। কিন্ডারগার্টেন স্কুলে পড়াকালীন আলাপ রেমো-মিষ্টির। সেই ছোট্টবেলার বন্ধুত্ব। তবে প্রেমটা হয়েছে অনেক পড﷽়ে, তবে সেটার বয়সও ১৪ বছর যখন করেন বিয়ে। এভাবেই চিরস্থায়ী হোক ভালোবাসা, প্রার্থনা ভক্তদের। সামাজিক মাধ্যমে তাঁরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন প্রিয় জুটিকে।