পঞ্চমী ধারাবাহিকের পথ চলা থামিয়ে ২৮ অগস⛎্ট থেকে স্টার জলসায় আসছে লাভ বিয়ে আজকাল। যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন হাউজের ব্যানারে শুরু হতে চলেছে এই ধারাবাহিক🔜। মুখ্য ভূমিকায় থাকবেন ওম সাহানি এবং মৌমিতা সরকার। ধারাবাহিক শুরু হওয়ার আগে HT বাংলার মুখোমুখি হয়েছিলেন তিনি।
কেমন আছেন?
মৌমিতা: বেশ ভালো। সঙ্গে অল্প অল্প নার্ভাস। (হাসি)
এটাই প্রথম কাজ তো?
মৌমিতা: হ্য𓆏াঁ। অভিনয় জগতে এটাই আমার প্রথম কাজ। তꦬবে আমি এর আগে ৭ বছর মডেলিং করেছি।
নিজের চরিত্রটা নিয়ে যদি একটু বলেন?
মৌমিতা: আমার চরিত্রের নাম শ্রাবণ রায়চৌধুরী। আমার সাধনা, ধ্যান জ্ঞান সব কিছুই হল গান। আমি ওমকার ঘোষের স্ক্যান্ডাল লাউঞ্জ অ্যান্ড বারে গান গাই। কিন্তু এমন কী হয় যে আমি তাঁকে কনট্র্যাক্ট ম্যারেজ কর🐻তে বাꩵধ্য হই সেটা নিয়েই এই গল্প।
শ্রাবণের চরিত্রটার সঙ্গে তবে গান অঙ্গাঙ্গী ভাবে জড়িত। মৌমিতা কি নিজে গান গাইতে পারেন?
মৌমিতা: একেবারেই না। (হাসি) মৌমিতা একদমই গান গাইতে পারে না। তবে সারাক্ষণ গানে থাকতে ভালোবাসে। গান চালিয়ে কাজ করা বলুন বা অবসরে গান শু🎀নতে ভালোবাসি।
আরও পড়ুন: 'হরগৌরীর মতো এটাও জনপ্রিয় হবে', 🐷লাভ বিꦜয়ে আজকাল শুরুর আগেই আত্মবিশ্বাসী গোটা টিম!
তাহলে কি বাথরুম সিঙ্গার?
মৌমিতা: হ্যাঁ, খানিকটা তাই।
প্রথমেই যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্তর মতো দুজনের সঙ্গে কাজ করার সুযোগ, অভিজ্ঞতা কেমন?
মৌমিতা: অভিজ্ঞতা তো ভীষণই ভালো। আমি সত্যি লাকি যে আমি ওঁদের আমার মেন্টর হিসেবে পেয়েছি। প্রোডাকশন হাউজ নিয়ে তো কোনও কথাই বলা যাবে না সবাই এত ভালো, এত সাপোর্টিভ যে কী বলি! আমার চরিত্রটা যেহেতু পুরোটাই গান কেন্দ্রিক নীলাঞ্জনা ম্যাম খুব সাহায্য ক🍨রছেন। কোন ইনস্ট্র𒈔ুমেন্ট নিয়ে কীভাবে কাজ হবে, কোনটা কেমন ভাবে করব সবটা বলে দিচ্ছেন।
আরও পড়ুন: ওম সাহানির বিপরীতে ছোট পর্দায় ডেবিউ করছেন মৌমিতা, ෴চে♏নেন তাঁকে?
আর ওম সাহানি সহ-অভিনেতা হিসেবে কেমন?
মৌমিতা: প্রথম প্রথম ভয় লেগেছিল যে উনি এর সিনিয়র অভিনেতা, কিন্তু প্রথম দ🦩িনই সেই ভয় ভেঙে গিয়েছে। ওমদা প্রতিটা জিনিস আমায় হাতে ধরে শিখিয়ে দিচ্ছꦛেন। আমরা সুযোগ পেলেই সিনগুলো প্র্যাকটিস করে নিচ্ছি। এখন খুবই ভালো সম্পর্ক হয়ে গিয়েছে।