অনন্ত আম্বানি ১২ জুলাই একটি জাঁকজমকপূর্ণ এবং তারকাখচিত অনুষ্ঠানের মাধ্যমে রাধিকা মার্চেন্টের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। নীতা আম্বানির কিম কার্দাশিয়ানকে স্বাগত জানানো থেকে শুরু করে, বরের বারাতিদের সঙ্গে নাচ, ব🎉িয়ের একাধিক মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নিয়🍃েছে। এর মধ্যে অনন্ত আম্বানি, মুকেশ আম্বানি এবং অনিল আম্বানির একটি মিষ্টি পারিবারিক মুহূর্ত উঠে এসেছে চর্চায়।
ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘এই যে আমাদের বর আসছে, অনন্ত।’ ছ♕োট্ট ক্লিপটিতে দেখা যাচ্ছে যে বর একদিকে বাবা মুকেশ আম্বানি এবং অন্যদিকে জ্যেঠু অনিল আম্বানির সঙ্গে বিয়ের স্থানে প্রবেশ করছেন। ♓ভেতরে ঢোকার সময় অনন্ত আম্বানিকে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে-সহ অতিথিদের সঙ্গে করমর্দন করতে দেখা যায়।
আরও পড়ুন: কে বেশি সুন্দরী! 🍷শুভশ্রীর মতো জামা পরল সৌমিতৃষা, দেখে কী প্রতিক্রিয়া রাজ-পত্নীর𝕴?
বিগত কয়েক বছর ধরেই চুটিয়ে প্রেম তাঁদের। মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির সঙ্গে ২০২২ রোকা অনুষ্ঠান হয় বীরেন মার্চেন্ট এবং শায✤়লা মার্চেন্টের ছোট কন্যা রাধিকা মার্চেন্টের।
আরও পড়ুন: বিয়ে বাড়িতেই শাহরুখ ছুঁলেন অমিতাভ-জয়ার পা, নী🌱ত🌳া আম্বানিরও পায়ে হাত দিলেন নাকি?
শুক্রবার বিয়ে বাড়িতে লাইভ পারফর্ম করেন সংগীতশিল্পী সোনু নিগম, শঙ্কর মহাদেবন, হরিহরণ, শ্রেয়া ঘোষাল এবং কৌশিকী চক্রবর্তী। ൲শ্রে🧜য়া ঘোষালের গানে বিয়ের মণ্ডপে এসেছিলেন রাধিকা।
দেখুন সেই ভিডিয়ো-
রাধিকা এবং অনন্ত আম্বানির বিয়ের আসর বসেছিল মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। যদিও হাই প্রোফাইল বিয়ের আসর এখনও বাকি। ১৩ জুলাই শনিবার শুভ আশীর্বাদ এবং ১৪ জুলাই মঙ্গল উৎসবের মধ্য দিয়ে চলবে সেলিব্রেশন। শুক্রবার বিবাহ বাসরে উপস্থিত ছিলেন কিম কার্দাশিয়ান, খোলো কার্দাশ🎀িয়ান, জন সিনা, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, মহেশ বাবু, যশ, সলমন খান, অজয় দেবগন, ভিকি কৌশল, শাহিদ কাপুর, রণবীর কাপু♔র, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন প্রমুখরা।
আরও পড়ুন: ৩৮ বছর বয়সে প্রেমে ‘দাগা খান’ লোপামুদ্রা! ‘তখন তো জয়ের সঙ্গে বিবাহিত’, ধন্দে🐷 নেটপাড়া
এসেছিলেন ক্রি꧂কেটার হার্দিক পাণ্ডিয়া, এমএস ধোনি, বুমরাহ, সচিন তেন্ডুলকর। রাজনৈতিক ব্যক্তিত্বদেরও দেখা মিলল এই বিশেষ দিনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিন আগেই কলকাতা থেকে চলে গিয়েছিলেন মুম্বইতে। এসেছিলেন উদ্ভব ঠাকরেও।তবে মোদীর আসার কথা শোনা গেলেও, তিনি ছিলেন না। আসেনি গান্ধী পরিবার থেকে কেউ।