বরাবরের মতো এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শহিদ দিবস উপলক্ষ্যে কলকাতার প্রাণকেন্দ্রে🌜 জড়ো হয়েছেন তৃণমূল 🎃কংগ্রেস কর্মী এবং সমর্থকরা। এসেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। আর সেখানেই মুখ্যমন্ত্রীর বক্তব্যের আগে ২১ এর মঞ্চে পারফর্ম করলেন নচিকেতা চক্রবর্তী।
২১ জুলাইয়ের মঞ্চে নচিকেতা চক্রবর্তীর পারফরমেন্স
অন্যান্যবারে🐠র মতোই এবারে𒊎ও শহিদ দিবসে একাধিক তারকারা এসেছেন ২১ জুলাইয়ের সমাবেশে। বাদ যাননি নচিকেতা চক্রবর্তীও। তিনি এদিন গান গেয়েও শোনান। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বক্তব্য দিতে ওঠার আগেই তিনি গান শোনান আগত তৃণমূল কংগ্রেস কর্মী এবং সমর্থকদের। আর সেই গানে গানেই তিনি এদিন রীতিমত একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
আরও পড়ুন: 'সত্যিই অনেকটা সমಌয় লাগে...🍎' সোহিনী - শোভনের বিয়ের কয়েকদিনের মধ্যে হঠাৎ কী নিয়ে এমন লিখলেন ইমন?
নচিকেতা চক্রবর্তীর গান হয়তো তোমারই জন্য -র মাধ্যমে এদিন তিনি আক্রমণ শানালেন মোদীকে। তাঁর গানের কথায় উঠে এল মণিপুর হিংসা এবং অশা🌄ন্ত হওয়ার ঘটনা। বাদ গেল না কৃষকদের দুরবস্থার কথাও। নচিকেতা তাঁর গানের কথায় বেশ স্পষ্ট করে দিলেন যে নরেন্দ্র মোদী একজন স্বৈরাচারী শাসক। একই সঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তাঁর গাওয়া 🥂জনপ্রিয় গান তুমি আসবে বলেই গেয়ে শোনান।
এবারেও ২১ জুলাই নানা রকমের রঙিন ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষকে আসতে দেখা গেল। উঠল বিভিন্ন স্লোগানও। অগ্নিগর্ভ বার্তা দেন এদিন মুখ্যমন্ত্রী ২১ এর সমাবেশ থেকে। কখনও বাংলা কখনও হি🙈ন্দিতে তিনি তাঁর বক্তব্য পেশ করেন। উঠল 'খেল✅া হবে', 'লড়তে হবে' স্লোগান।