সন্তানদের স্বার্থে দীর্ঘ বিবাদ মিটিয়ে ফের কাছাকাছি এসেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি ও তাঁর স্ত্রী আলিয়া। আর এবার আলিয়ার প্রযোজনায় তৈরি হতে চলা একটা🌜 বিজ্ঞাপনের ছবিতে অভিনয় করছেন নওয়াজ। আর এই খবর নিজেই নিশ্চিত করেছেন আলিয়া। তিনি বলেন, ‘আমরা এখন আমাদের মধ্যে🐠 বিবাদ, মত-পার্থক্যগুলি দূরে সরিয়ে রেখেছি। উনি এখন একটা বিজ্ঞাপনী ছবির কাজ করছেন। আমি নিজেই সেই ছবির প্রযোজনা করছি।’
প্রসঙ্গত কিছুদিন আগেই হিন্দি ছবি ‘হলি কাউ’-এর প্রযোজনা করতে গিয়ে প্রতারণার꧋ অভিযোগ উঠেছিল 🎃আলিয়ার বিরুদ্ধে। ছবির জন্য ৪৬ লক্ষ টাকা নিয়ে আলিয়ার বিরুদ্ধে ফেরত না দেওয়ার অভিযোগ এনেছিলেন কমল শেঠ নামে এক ব্যক্তি।
(আরও পড়ুন: 'কোনও হল মালিক পাকিস্তানি ছবি দেখালে, তার মূল্য চোকাতে হবে', ফাওয়াদের ছবি 🉐নিয়ে হুঁশিয়ারি রাজ ঠাকরের)
যদিও এবিষয়ে আলিয়ার বক্তব্য ছিল ‘কমল ও আমার মধ্যে সিনেমার আয় ভাগ করে নেওয়ার জন্য একটা চুক্তি হয়েছিল। যে নথিতে স্পষ্টভাবে লেখা ছিল আমার আর ওঁর মধ্যে কাছে অর্থ পরিশোধের কোনও চুক্তি হয়নি। বরং চ൲ুক্তিটিতে লেখা ছিল ছবির লাভ এবꦜং ক্ষতির দায় উভয়কেই বহন করতে হবে। যে বিষয়টি আমি পুলিশের কাছেও তুলে ধরেছি। আর তাই কমলের বিরুদ্ধে আমি মানহানির মামলা দায়ের করে আমার নামে যে কালিমা লাগানো হয়েছে তা মুছে ফেলতে চলেছি। কারণ এই প্রতারণা ও জালয়াতির অভিযোগগুলি আমার ভাবমূর্তিকে নষ্ট করছে।’
যদিও এর পরে কমল শেঠ নামে অভিযোগকারী ব্যক্তি জানিয়েছিল, ‘অভিযোগের পর আলিয়া আমায় ৫ লক্ষ টাকা পরিশোধ করেছিল।’ তবে এবিষয়ে আলিয়ার বক্তব্য ছিল, ‘আমি শুধুমাত্র ওর মেয়ের স্বার্থে এই টাকা দিয়েছি। চুক্তি অনুযায়ী আমার কমলকে কোনও টাকাই দেওয়ার ছিল না। এই টাকা দেওয়ার বিষয়টি পেশাদার চুক্তির বাইরে গিয়ে একটা চুক্তি।’ তবে আলিয়া জানিয়েছেন, একজন নবাগত পরিচালক হিস💟াবে তিনি এই ছবি নিয়ে অনেক লড়াই করেছেন, তবেই ছবিটি সিনেমাহলে মুক্তি পেয়েছিল। এদিকে কমল শেঠ নামে ও🦋ই ব্যক্তি 'ই-টাইমস' আলিয়ার বিরুদ্ধে NCR (নন-কগনিজেবল অফেন্স রিপোর্ট) দায়ের করার কথা জানান।
(আরও পড়ুন: না𒉰তাশার সঙ্গে ডিভোর্সের পর ছেলে অগস্ত্ಞযর সঙ্গে প্রথমবার দেখা হার্দিকের, কোথায় গেলেন, কী কী করলেন বাপ-বেটায়?)
তবে শেষপর্যন্ত আলিয়া তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকꦰার করেন এবং সেগুলি ভুয়🔯ো বলে দাবি করেন। সাফ জানান, তিনি কোনও হুমকি দেননি, আৎ পুলিশের থেকে ও তাঁর কাছে ফোন আসেনি। ভুয়ো প্রতিবেদনের জন্য সংবাদ সংস্থাগুলির বিরুদ্ধেও মামলা করার কথা জানান আলিয়া।