বর্তমানে ধনুশের সঙ্গে বিবাদের জেরে ফের চর্চায় রয়েছেন দক෴্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা। কিন্তু জানেন কি উনি জন্মসূত্রে মোটেই হিন্দু নন। বরং জন্মেছিলেন একটি খ্রিষ্টান পরিবারে। ২০১১ সালে মাত্র ১৯ বছর বয়সে বদলান নিজের ধর্ম। কিন্তু কেন?
আরও পড়ুন : নারী স্বাধী﷽নতা নিয়ে মুখর দেশ, এদিকে পছন্দের হট প্যাꦓন্ট পরে কনসার্ট করায় কুরুচিপূর্ণ আক্রমণ সুনিধিকে!
নয়নতারার ধর্ম বদলানো
নয়নতারার জন্মসূত্রে পাওয়া নাম বা আসল নাম হল ডায়না মারিয়াম কুরিয়ান। খ্রিষ্টান পরিবারে জন্ম হয়েছিল তাঁর। কিন্তু পরবর্তীতে তিনি ২০১১ সালে চেন্নাইয়ের আর্য সমাজ মন্দিরে গিয়ে নিজের ধর্ম বদলান। হিন্দু ধর্ম গ্রহণ করার প্রসঙ্গে তিনি একবার টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছিলেন, 'আমি ওখানে গিয়ে হোম করেছিলাম। সমস্ত বৈদিক মন্ত্রপাঠ করি। সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে ⛎সবটা করি। আমি অত্যন্ত ভেবে চিন্তেই হিন্দু ধর্ম গ্রহণ করি। আমার মন চেয়েছিল।'
যদিও অনেকে ভেবেছিলেন তিনি তাঁর তখনকার প্রেমিক প্রভু দেবার সঙ্গে বিয়ে করার জন্যই ধর্মান্তরিত হয়েছেন। অবশেষে তিনি ২০২২ সালের জুন মাসে ভিগনে🐈শ শিবানকে বিয়ে করেন । বর্তমানে তাঁরা দুই সন্তানের বাবা ম। তবে হিন্দু হলেও বিয়ের দিন মায়ের স্বপ্ন পূরণ করেন তিনি। তাঁর মা তাঁকে খ্রিষ্টান বধূবেশে দেখতে চেয়েছিলেন। তাই হিন্দু মতে বিয়ে করলেও গাউন পরেই সমস্ত আচার পালন করেছিলেন তিনি। একই সঙ্গে তিনি জানান যে তিনি তিরুপতি মন্দিরে বিয়ে করতে চেয়েছিলেন।
প্রসঙ্গত ২০০৩ সালে তিনি মালয়লি ছবি মানাসিনাকা✅রের মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন। সেই সময়ই তাঁর নাম বদলে ডায়না থেকে নয়নতারা করা হয় ছবির পরিচালকে♐র কথায়। সেই নামেই তিনি বিখ্যাত হন ।
আরও পড়ুন : 'মোমবাতি মিছিল করে ঘুমাচ্ছে', বিহারীদের সঙ্গে 'ঘুমকাতুরে' বাঙালি🌳দের তুলনা! কমেডিয়𝓡ানকে তুলোধনা নেটপাড়ার