নেটপাড়ার হট ফেভারিট হলেন নেহা কক্কর। খুব সাধারণ পরিবার থেকে উঠে এসে, বর্তমানে রাজত্ব করছেন বলিউডে। এমনকী, জাতীয় মঞ্চে রিয়েলিটি শো-রও রানি তিনি। তবে সাফল্য এলেও, তা যে মাথা ঘুরিয়ে দেয়নি, তা আরও একবার প্রমাণ করলেন নেহা। সম্প্রতি তাঁকে দেখা গেল, নিজের ড্রাইভারের বিয়েতে নিমন্ত্রণ খেতে যেতে। স্বামী রোহনপ্রতীকে নিয়েই পৌঁছেছিলেন তিনি।
এই অনুষ্ঠানের একটি ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে যে, নেহার মা এবং ভাই টনি কক্করও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বর-কনে নিজেরাই মঞ্চে নেহা কক্কর এবং তাঁর পরিবারকে উষ্ণ অভ্যর্থনা জানান।
কালো পোশাকে দেখা যায় নেহা কক্করকে। বউয়ের সঙ্গে টুইনিং করে কালো শার্ট আর সাদা ট্রউজার রোহনপ্রীতের। দেখা যায়, নেহাকে দেখতে পেয়েই তাঁর ড্রাইভারের বউ পায়ে হাত দিয়ে নমষ্কার করে। গালে হাত দিয়ে আদর করে নেহা। জড়িয়েও ধরে। এরপর কুশল বিনিময় করে গোটা পরিবার।
উপহারও কিন্তু চোখ কাড়বে। দেখা গেল বরের হাতে সোনার আংটি পরিয়ে দিচ্ছেন নেহার মা। আর নতুন বউকে সোনার গলার হার উপহারে দেন নেহা। একসঙ্গে নাচ করে গোটা পরিবার। এমনকী, সেই বিয়েবাড়িতে আসা সব অতিথি-ভক্তদের আবদার মেটাতে তোলেন সেলফিও।
আরও পড়ুন: ভারত-পাক উত্তেজনার মাঝে বক্স অফিসে হুংকার রেইড ২-র, শনিবারও বিপুল আয়! ১০ দিনে কত কোটি তুলল ঘরে?
বিগত কয়েকদিন ধরেই কটাক্ষে রয়েছেন নেহা কক্কর। যা শুরু হয় মূলত গত মাসে মেলবোর্নের এক কনসার্টে দেরি করে পৌঁছনোর কারণে। তিন ঘণ্টা দেরিতে পৌঁছানোর পর নেহা মঞ্চে কান্নায় ভেঙে পড়েন এবং ভক্তদের কাছে ক্ষমা চান। কিন্তু উপস্থিত দর্শকরা তাঁর সামনে তুলতে শুরু করেন ‘গো ব্যাক’ স্লোগান।
এরপর অবশ্য নেহা পালটা অভিযোগ করেন, যেই আয়োজকরা তাঁকে মেলবোর্ন কনসার্টে ডেকেছিলেন, তাঁরা না কোনো গাড়ি, না কোনো হোটেলের ব্যবস্থা করেছিলেন। কেউ নিতেও আসেনি এয়ারপোর্টে। ফলত দেরিতে পৌঁছন নেহা। যদিও পালটা নেহার বিরুদ্ধে অভিযোগ, মাত্র ৬০০ জনের জন্য নাকি গান গাইতে রাজিই ছিলেন না নেহা। তাই তিনি অপেক্ষা করছিলেন স্টেডিয়াম ভরার।