ভারতীয় সশস্ত্র বাহিনী যখন অপারেশন সিঁদুরের মাধ্যমে পহেলগাঁওয়ে জঘন্য সন্ত্রাসী হামলার জবাব দেয় পাকিস্তানকে, তখন ফাওয়াদ খান, মাহিরা খান এবং হানিয়া আমিরের মতো পাকিস্তানের তারকারা সোশ্যাল মিডিয়ায় ভারতকে গালমন্দ করেন। আর সেই তালিকায় আছেন মাওরা হোকেনও।
ভারতে ইতিমধ্যেই তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি ব্লক করা হয়েছে, তবে তাঁদের সেই পোস্টগুলির টুইটার ছড়িয়ে পড়ে টুইটার ও রেডিটের মতো সোশ্যাল মিডিয়াতে। এরপরই পাকিস্তানের শিল্পীদের তুলোধনা করেন ভারতীয় তারকারা।
আর এবার মাওরা হোকেনকে নিয়ে মুখ খুললেন হর্ষবর্ধন রানে। ২০১৬ সালের ভারতীয় সিনেমা সনম তেরি কসমে নায়িকা হিসেবে দেখা গিয়েছিল মাওরাকে। এবার হর্ষবর্ধন জানালেন যে, সনম তেরি কসমের সিক্যুয়েলে মাওরাকে নেওয়া হলে, তিনি কাজ করবেন না।
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার মধ্যে, হর্ষবর্ধন রানে তার ইনস্টাগ্রাম স্টোরিতে গিয়ে লেখেন, ‘পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাঁর জন্য আমি ভারতীয় সেনর কাছে কৃতজ্ঞ। এবং আমার দেশ সম্পর্কে করা মন্তব্যগুলি পড়ার পরে, আমি সম্মানের সঙ্গে সনম তেরি কসম পার্ট ২ -এর অংশ হতে অস্বীকার করার সিদ্ধান্ত নিয়েছি, যদি আগের কাস্টের পুনরাবৃত্তি হওয়ার কোনও সম্ভাবনা থাকে। ’
প্রসঙ্গত অপারেশন সিদুঁরের পর, তা নিয়ে মাওরা হোকেনের লিখেছিলেন: ‘পাকিস্তানের উপর ভারতের কাপুরুষোচিত আক্রমণের তীব্র নিন্দা করছি... প্রাণ হারিয়েছেন নিরীহ বেসামরিক মানুষ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। বোধের জয় হোক। ইয়া আল্লাহু ইয়া হাফিজু #PakistanZindabad।’

এই স্ক্রিনশট সহ, হর্ষবর্ধন আরও লিখেছেন, ‘আমি এই দেশের, সেই দেশের, কেনিয়া এবং এমনকী মঙ্গল গ্রহের সমস্ত শিল্পী এবং মানুষকে শ্রদ্ধা করি, তবে আমার দেশ সম্পর্কে কারও দ্বারা এই জাতীয় অবমাননাকর মন্তব্য ক্ষমার অযোগ্য। আমি ইনস্টাগ্রামে অনুসরণকারীদের হারাতে ঠিক আছি, তবে কাউকে আমার গর্বে আঘাত দিতে দেব না। দেশের পাশে দাঁড়ানো ভালো, কিন্তু অন্য দেশ সম্পর্কে অসম্মানজনক, বিদ্বেষমূলক মন্তব্য করা ঠিক নয়।’
সরস্বতী ওরফে সারু চরিত্রে সনম তেরি কসমে অভিনয় করেছিলেন মাওরা হোকেন। সিনেমার শেষে তিনি মারাও গিয়েছিলেন। সম্প্রতি যখন সনম তেরি কসম ২ আসার খবর আনলাইনে ছড়িয়ে পড়েছিল, তখন শোনা গিয়েছিল যে, শ্রদ্ধা কাপুরকে নায়িকা চরিত্রে দেখা যেতে পারে। যদিও এই স্টার কাস্ট সম্পর্কে এখনও কোনও অফিসিয়াল আপডেট আসেনি।