বুধবার, ১৫ নভেম্বর ৭০ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে ভারত। লাগাতার দশ ম্যাচ জিতে নিজেদের অপ্রতিরোধ্য বলেও ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন রোহিতরা। এদিন তাঁদের ম্যাচ দেখতে মাঠে হাজির ছিলেন রণবীর কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, অনুষ্কা শর্মা, কিয়ারা আডবানি, রজনীকান্ত প্রমুখཧ। তবে এদিন মাঠে ছিলেন না অমিতাভ বচ্চন। অনেকেই মনে করছেন তিনি মাঠে এলেই নাকি ভারত হেরে যায়। তিনি মাঠে না থাকার জন্যই ভারত জিতেছে। তাই নেটিজেনরা তাঁকে অনুরোধ করেছেন যে তিনি যেন ফাইনালের দিন মাঠে না আসে, ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ না দেখেন। এমন একটি বিষয় আলোচনায় উঠে আসার পর এখন বিগ বি ডিলেমায় ভুগছেন যে তাঁর কী করা উচিত।
কুসংস্কার 𒐪আর উত্তেজনা দুই যেন এই বিষয়টায় মিলেমিশে গিয়েছে। আর সবটা মিলিয়েই রবিবারের ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্🐻যাচের পারদ চড়ছে।
আরও পড়ুন: 'ও এত ফিট যে...' বিরাটের বায়োপিকে কার অভিন💮য় করা উচিত? সেমি ফাইনালে এসে কী ব🐲ললেন রণবীর?
অমিতাভকে ভারতের খেলা দেখতে 'না' নেটিজেনদের?
বুধবার ভারত দুর্দান্ত পারফর্ম করেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। মহম্মদ শামি যেভাবে ৭টি উইকেট নিয়ে ভারতকে জেতার দোরগোড়ায় পৌঁছে দিয়েছিল সেটা দেখে মুগ্ধ সকলে। ভারত নিউজিল্যান্ডের সেই🌳 ম্যাচের পর অমিতাভ বচ্চন একটি টুইট করেন। সেখানেই ব🌊িগ বি মজা করে লেখেন, 'আমি যখনই ভারতের খেলা দেখি না তখনই আমরা জিতি।' তাঁর এই মজার টুইটে যেমন অনেকেই কুসংস্কারের গন্ধ পেয়েছেন তেমনই অনেকেই আবার মজা পেয়েছেন।