২০২৩ সালের ওয়েব সিরিজ 'দ্য ট্রায়াল'-এ কাজলের সঙ্গে দেখা গিয়েছিল অভিনেত্রী নূর মালবিকা দাসকে। প্রাথমিক ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়াত এই অভিনেত্রী অবসাদে ভুগছিলেন বলে জানꦍিয়েছে তার পরিবার।
বড় আশা নিয়ে মুম্বাই গিয়েছিলাম আসামের
করিমগঞ্জের বাসিন্দা নূর মালাবিকা। তার পিসি আরতি দাস করিমগঞ্জে তাদের পারিবারিক বাড়ি থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এবং প্রয়াত অভিনেতা সম্পর্কে জানান, ‘তিনি অভিনে♒ত্রী হওয়ার বড় আশা নিয়ে মুম্বই গিয়েছিলেন। তবে এটি অর্জনের জন্য তিনি কঠোর লꦐড়াই করছিলেন। আমরা বুঝতে পারি যে, মালাবিকা তার প্রাপ্তিতে অসন্তুষ্ট ছিলেন যা তাকে এই চরম পদক্ষেপ নিতে বাধ্য করেছিল।’
আরও পড়ুন: ধর্ষণের অভিܫযোগে 🅺হয় ‘ছি ছি’, ভরা মঞ্চে এমন কী করলেন অঙ্কিত, যাতে হল এবারে প্রশংসা
নূর মালবিকা দাস সম্পর্কে বিস্তারে:
মালবিকা দাস হিন্দি চলচ্চিত্র এবং ওয়েব সিরিজ✤ে কাজ করেছেন। শোবিজে আসার আগে তিনি কাতার এয়ারওয়েজে এয়ার হোস্টেস হিসেবে কাজ করেন। তিনি সিসকিয়ান, ওয়াকামান, টিখি চাটনি, জাগন্য উপায়া, চরমসুখ, দেখি আন্দেখি, ব্যাকরোড হাসল সহ আরও অনেক ছবিতে উপস্থিত হয়েছিলেন। তাঁকে শেষ দেখা গিয়েছিল কাজল ও যিশু সেনগুপ্তের 'দ্য ট্রায়াল'-এ।
আরও পড়ুন: ফেসবুকে ‘বিদায়’ লেখেন সোমবার দুপুরে🔯, ২৪ ঘণ্টা পেরনোর আগেই🐲 বড় পদক্ষেপ ঝিলমের
রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন করল পুলিশ
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নূর মালবিকা দাসের বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে দেখে তাঁর প্রতিবেশীরা পুলিশকে খব𝓰র দেন এবং লোখান্ডওয়ালায় তাঁর ফ্ল্যাট থেকে তাঁর দেহ 'পচাগলা অবস্থায়' উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সম্পর্🐓ক রাখে না মা! দীপঙ্করের মা-বাবার সঙ্গে জন্মদিন পালন অহ🍎নার, চুমু গালে
গত ৬ জুন লোখান্ডওয়া🐬লার ফ্ল্যাট থেকে নূর মালাবিকা দাসের দেহ উদ্ধার করে পুলিশ। বাড়িতে তল্লাশি চালিয়ে ওষুধ, মোবাইল ফোন ও ডায়ꦆেরি সংগ্রহ করে পুলিশ।
মিড-ডে রিপোর্ট অনুসারে, তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা সত্ত্বেও কেউ এগিয়ে আসেনি। তাই পুলিশ রবিবার মামদানি স্বাস্থ্য ও শিক্ষা ট্রাস্ট এনজিওর সহায়তায় তাঁর শেষকৃত্য করেছে, যা শহরে ব♔েওয়ারি✨শ মৃতদেহ দাহ করার কাজ করে।