পল্লবী দে-র রহস্যমৃত্যু মামলায় গ্রেফতার করা হল প্রয়াত নায়িকার লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে। মঙ্গলবার অভিনেত্রীর সঙ্গীকে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল। গতকাল (সোমবার) গড়ফা থানায় সাগ্নিকের বিরুদ্ধে আর্থিক প্রতারণা-সহ পল্লবীকে খুনের অভিযোগ এনেছিল পরিবার। সেই ভিত্তিতেই সাগ্নিক চক্রবর্তীকে রাতভর জিজ্ঞাসাবাদ করে পুলিশ। অভিযুক্তর কাছ থেকে বেশ কিছু প্রশ্নের জবাব জানতে চেয়েছেন তদন্তকারীরা।পুলিশ সূত্রে খবর, সাগ্নিকের মাসিক আয় ১৯-২০ হাজার টাকা। অথচ বিলাসবহুল জীবনযাপন করত সে। অডি গাড়ি থেকে শুরু করে প্রেমিকাকে লাখ লাখ টাকার উপহার, এই সব দামী জিনিসের জন্য ব্যায় করা টাকার উৎস কী? জানতে চায় পুলিশ। পল্লবীর পরিবারের অভিযোগ নিউ টাউনে সাগ্নিকের ৮০ লক্ষ টাকা মূল্যের নতুন ফ্ল্যাটটি পল্লবীর নামে না হলেও সেটি কিনতে প্রায় ৫৭ লক্ষ টাকা দিয়েছেন অভিনেত্রী। পল্লবী সেই ফ্ল্যাটের ইএমআই-ও দিতেন। দুজনের জয়েন্ট অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিটও রয়েছে। সেইসব সব অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। এর মধ্যেই ম্যারাথন জেরার মাঝে গ্রেফতার হল সাগ্নিক।সাগ্নিকের বিরুদ্ধে অন্য নারীসঙ্গেরও অভিযোগ এনেছে অভিনেত্রীর পল্লবীর পরিবার। সাগ্নিকের পাশাপাশি পল্লবীর বান্ধবী ঐন্দ্রিলা মুখোপাধ্যায়ের নামেও খুন ও আর্থিক প্রতারণার অভিযোগ এনেছে পরিবার।