অভিনয় দুনিয়ায় পা রাখছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি ও তাঁর স্ত্রী মৃদুলা ত্রিপাঠির মেয়ে আশি ত্রিপাঠি। মিউজিক ভিডিও 'রং ডারো'তে অভিনয়ের মাধ্যমে অভিনয় দুনিয়ায় প্রবেশ করলেন আশি। বিনোদন জগতে মেয়ের পা রাখা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি। জানিয়েছেন, তাঁর মেয়ে বরাবরই ♒‘পারফর্মিং আর্টসের প্রতি উত্সাহী’ ছিলেন।
ঠিক কী বলেছেন পঙ্কজ ত্রিপাঠি?
মেয়ের মিউজিক ভিডিও নিয়ে পঙ্কজ ত্রিপাঠি বলেন, ‘আশিকে পর্দায় দেখা আমাদের দুজনের জন্যই আবেগঘন ও গর্বের মুহূর্ত ছিল। ও সবসময়ই পারফর্মিং আর্টসের প্রতি উৎসাহী ছিল। ওকে ওর প্রথম কাজে এভাবে সহজাত অভিব্যক্তি প্রকাশ করতে দেখা সত্যিই বিশেষ ছিল। যদিও এটা ওর প্রথম কাজ, তবে ওকে ওর যাত্রা কতদূর নিয়ে যায় তা দ꧙েখার অপেক্ষায় রয়েছি।’
পঙ্কজ ত্রিপাঠির স্ত্রী মৃদুলা বলেন, ‘যখন সুযোগ এসেছিল তখন আমি এটা নিশ্চিত করতে চেয়েছিলাম যে আশি এমন কিছু করবে যা ওর শৈল্পিক সংবেদনশীলতার সঙ্গে সামঞ্জস্য থাকে। রং ডারো একটি সুন্দর, প্রাণ📖বন্ত প্রকল্প। ওকে পর্দায় আবেগকে জীবন্ত করে তুলতে দেখা হৃদয়গ্রাহী ছিল। আমরা ওকꦬে বেড়ে উঠতে এবং এই শিল্পে ওর নিজস্ব পথ খুঁজে পেতে দেখে উচ্ছ্বসিত।’
আশি ত্রিপাঠী
পঙ্🌳কজকন্যা আশি বর্তমানে মুম্বইয়ের একটি কলেজে পড়াশোনা করছেন। আশি তাঁর বাবার পথে হেঁটেই অভিনেত্রী হতে চান। যখন সঙ্গীতপরিচালক অভিনব আর কৌশিক মিউজিক ভিডিওতে আশির অভিনয়ের প্রস্তাব নিয়ে মৃদুলার কাছে যান, তখন তিনি বিষয়টি অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিকে জানান। আর অভিনেতা সেই প্রস্তাব সমর্থন করেন।
রং ডারো
জার পিকচার্স তরফে এই মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়েছে। এখানে আশি❀কে একজন চিত্রশিল্পীর ছবি আঁকার জন্য মডেলের ভূমিকায় দেখা যায়। তিনি তাঁর তুলির টানকেও স্পন্দনশীল করে তোলেন, যা তাঁর শিল্পকে সঙ্গীতের মতোই গতি দেয়। এই মিউজিক ভিডিয়োতে গান গেয়েছেন মৈনাক ভট্টাচার্য ও সঞ্জনা রামনারায়ণ। সুর করেছেন অভিনব আর কৌশিক। এই মুহূর্তে রং ডারো এখন সমস্ত সোশ্যাল মিডিয়া এবং সমস্ত অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে।