‘ফিরকি’ ধারাবাহিকের রানি মাসিকে মনে আছে? সরল-স্বাভাবিক অভিনয়ে দর্শকদের মন জিতে নিয়েছিলেন সুজি ভৌমিক। দর্শকদের প্রশংসা সত্ত্ব🎃েও ‘ফিরকি’র পর সেভাবে ছোটপর্দা🐷য় দেখা যায়নি তাঁকে। ‘এক্কা দোক্কা’য় নার্সের চরিত্রে দেখা মিললে আপতত তাঁর ট্র্যাক শেষ। এবার ক্ষোভে, অভিমানে ইন্ডাস্ট্রি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন এই রূপান্তরকামী অভিনেত্রী।
২০১১ সাল থেকে টলিগঞ্জে কাজ করছেন সুজি। তবে আর পাঁচজন অভিনেত্রীর চেয়ে অনেক কঠিন তাঁর স্ট্রাগেল। আপতত কলকাতা ছেড়ে বহরমপুরে নিজের বাড়িতে সুজি। ফেসবুকে তিনি লেখেন, ‘আজ আমি ট্রান্স๊জেন্ডার বলে অভিনয় জগতে কোনও দাম নেই, কাজ ও নেই। আমার জীবনের সব থেকে বড় ভুল অভিনয় করে সৎ ভাবে করে খাওয়ার চেষ্টা করেছিলাম'। হাতে কাজ নেই স্বভাবতই আয়ের বিকল্প রাস্তা খুঁজছেন সুজি।
এক সাক্ষাৎকারে সুজি ক্ষোভ উগরে ব꧒ললেন, '২০১৪ সালে ট্রান্সজেন্ডারদের অধিকারের বিল পাশ হয়। তৃতীয় ল🍒িঙ্গের মানুষজনকে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু, এখনও আমাদের জন্য কাজ নেই।'
সুজি জানান, 'সকলে তো কাজ করার স্বপ্ন নিয়ে ইন্ডাস্ট্রিতে আসে। আমিও এ⭕সেছিলাম। কাজটা আমি ভালোই করি, সেটা আমিও জানি আর অন্যরাও জানে, 🌊তবুও আমাকে টাইপকাস্ট করা হয়।' ছোট থেকে অভিনয় শিখেই এই পেশায় এসেছেন সুজি, নিজের স্বপ্নগুলো চুড়মার হওয়ার যন্ত্রণা তাঁর কন্ঠে। অভিনেত্রী বলেন, ‘আমরা (রূপান্তরকামীরা) কারও বোন, দিদি, ডাক্তার, নার্সের চরিত্রে অভিনয় করতে পারি, সেই কথা কারও মাথায় আসছে না’।
সুজি আক্ষেপের সুরে বলেন, নামেই সমাজের মাথারা ইকুয়ালিটি নিয়ে বুলি আওড়ায়। কিন্তু সবটাই লﷺোক দেখানো। ইন্ডাস্ট্রিকে ট্রান্স শিল্পীদের নিয়ে কেউ মাথা ঘামায় না।
সমাজকে কাঠগড়ায় তܫুলে সুজির প্র𝐆শ্ন, ‘লোকে বলে আমরা কেন সিগন্যালে দাঁড়াই? কেন ট্রান্স মহিলারা ট্রেনে হাততালি দিয়ে টাকা চায়? আমরা কাজ করতে গেলে সুযোগ কোথায় পাচ্ছি?বিনোদন জগতও তো সুযোগ দিল না।’
আপতত বাবা-মা'র সঙ্গে বহরমপুরেই থাকবেন স🅷ুজি। খুঁজছেন অন্য পেশা, তবে অভিনয়ের ডাক পেলে আবারও লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে ফিরবেন তিনি? ভালো কাজ পেলে নিশ্চয় ফিরবেন ꦜজানিয়েছেন সুজি।
আরও পড়ুন-বাংলাদেশে ‘পাঠܫান’-এ𝓀র মুক্তিতে ফের বাধা! বিতর্কের মাঝে কেন আটকে গেল SRK-র ছবির রিলিজ?
(এই খবরটি আপনি প൩ড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup)