গত কয়েকবছর ধরে টলিউডের বেশ কিছু নতুন মুখ❀ের সঙ্গে কাজ করতে দেখা গিয়েছে সুপারস্টার দেবকে। যেখানে প্রজাপতিতে কাজ করেছেন শ্বেতা ভট্টাচার্য, সেখানে প্রধান সিনেমায় তাঁর নায়িকা ছোটপর্দার জনপ্রিয় মুখ সৌমিতৃষা কুণ্ডু। আবার গত বছর পুজোয় মুক্তি পাওয়া বাঘাযতীন সিনেমাটিতে ছিলেন সৃজা দত্ত।&൲nbsp;
আপাতত বাংলা ইন্ডাস্ট্রিতে সুপার হিট হল দেব-অতনু আর অভিজিꦦতের জুটি। একের পর একহিট দিয়ে চলেছেন তাঁরা। টনিক, প্রজাপতি, প্রধান পছন্দ করেছে আমজনতা। অতনু আর অভিজিৎ একবাক্য জানালেন, দেব স্টার নয়। সুপারস্টার।
তবে ♎নতুন নায়িকাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে, কিছুটা অন্য সুরই শোনা গেল পরি🧔চালক-প্রযোজক জুটির মুখে। আনন্দবাজার অনলাইনকে অতনুই বললেন, ‘প্রধান, প্রজাপতিতে বা টনিকে টিভির জনপ্রিয় মুখদের নিয়ে আমি-অভিজিৎ কাজ করেছি। মেয়েগুলো খুব ভালো অভিনেত্রী। মানুষের কাছেও পপুলার। কিন্তু সমস্যা হল ওদের মধ্যে ডেডিকেশন কম। একটা সিনেমা দিয়েই ভাবে, আমি রাতারাতি সুপারস্টার হয়ে যাব। সেটা তো সম্ভব নয়, এখানে অনেক লড়াই।’
তবে দেবের প্রশংসায় পঞ্চমুখ তাঁরা। ‘দেবের সমসাময়িক সুপারস্টাররা সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের পরিবর্তন করতেꦍ পারেনি, একই রয়ে গেছে, তাই আজ দেবের বক্স অফিস তাদের থেকে বেশি।’, বলতে শোনা গেল অভিজিৎকে। আর অতনু তো বলেই বসলেন, ‘দেব এখন বাংলা ইন্ডাস্ট্রির একমাত্র সুপারস্টার। জিৎ, অঙ্কুশ সেই খ্যাতি ধরে রাখতে পারেননি।’
আরও পড়ুন: পার্কস্ট্🃏রিটে মা-এর শ্যুটে কাজল! গোলাপ💜ি লং গাউনে রাস্তার ধারে নায়িকা, দেখুন ছবি
প্রসঙ্গত, মিঠাই🌠 ধারাবাহিক দিয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন সৌমিতৃষা কুণ্ডু। সেই ধারাবাহিকের কাজ শেষ হওয়ার আগেই তাঁর কাছে চলে আসে প্রধান-এর সুযোগ। ছবিতে দেবকে রোম্যান্স করেছিলেন। প্রধানের নায়ক পুলিশ অফিসার দীপক প্রধানের বউ রুমির চরিত্রে দেখা যায় তাঁকে।
আরও পড়ুন: ‘বু💮ম্বাদা আমায় প্রস্তাব দিয়েছে…’, ঋতুপর্ণা-প্রসেনজিৎ জুটি নিয়ে ফের সরব শ্র🦂ীলেখা
সিনেমা শেষ হয়ে যাওয়ার পর এক সাক্ষাৎকারে সৌমিতৃষা জানিয়েছিলেন, আপাতত বড় পর্দা অর্থাৎ সিনেমা এবং সিরিজেই কাজ করার ইচ্ছে রয়েছে তাঁর। আর তারপরই সৌমিতৃষাকে নিয়ে অনলাইনে শুরু হয়েছিল ট্রোল। কেউ কেউদাবি করতে থাকেন, ছোট পর্দাকে অপমান করছেন। এমনকী, সৌমিতৃষার এক সহ-অভিনেত্রীর (মিঠাইয়ে তোর্সার চরিত্রে অভিনয় করা তন্বী লাহা ♍রায়) অভিযোগ ছিল, ধারাবাহিক শেষ হতেই নাকি তাঁকে সামাজিক মাধ্যম থেকে আনফলো করে দিয়েছেন সৌমিতৃষা।
আরও পড়ুন: চেরা ভ্রু, নতুন হেয়ারস্টাইল! কত খরচ করেছেন ব𝐆িরাট তাঁর IPL লুকের জন্য, খোলসা করল হেয়ারড্রেসার
‘প্রিয় অভিনেতা/ অভিনেত্রী যখন প্রয়োোজন ছিল ফলো করে রেখেছিলেন। এখন অনেক দূর পৌঁছে যাওয়ায় আনফলো করে দেওয়া… পোস্টে আন-কোলাব করে দেওয়া। আরও অনেক দূর পৌঁছোন…! জানি নিজের প্রোফাইল নিজের ইচ্ছে, তাহলে এত বছর ফলো করে রেখেছিলেন (কেন)? কোলাব করে রেখেছিলেন (কেন)? যার গায়ে লাগবে তার জন্যই পোস্টটা। তবুﷺও চাইব আরও ভালো হোক, ভগবান মঙ্গল করুক', লিখেছিলেন তন্বী।
তা🐟হলে কি সত্যিই প্রথম সিনেমায় কাজের পর মাটিতে পা পড়ছে না সৌমিতৃষার? অন্তত অতনুর কথা🐻 তো সেই জল্পনাকেই উসকে দিল!