আরজি করের বিচার চেয়ে রবিবার, ১ সেপ্টেম্বর পথে নামল শয়ে শয়ে মানুষ। এদি𒅌ন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের ডাক দেওয়া হয়েছিল আমরা তিলোত্তমা দলে𝔉র তরফে। সেখানে একাধিক তারকাকে দেখা যায়। তবে কেবল মহামিছিল নয়। শহর থেকে বাংলার বিভিন্ন প্রান্তে এদিন মিছিল বের করা হয়েছে নির্যাতিতার বিচার চেয়ে।
আরও পড়ুন: 'থ্রেট কালচারের গালে জুতো...' অরিজিত🏅ের গান এবার প্রতিবাদীদের কণ্ঠে, সুরে সুরেই প্রশ্ন উঠল 'আর কবে'?
আরজি করের বিচার চেয়ে কোথায় কোথায় মিছিল বেরিয়েছে?
দুপুর তিনটে নাগাদ কলেজ স্কোয়ার থেকে ধর্মতলꦉা পর্যন্ত মহামিছিলের ডাক দেওয়া হয়। সেটা যথাসময়ে কলেজ স্কোয়ার থেকে রওনাꦇ দেয়।
আরও পড়ুন: কলেজ স্কোয়ার টু ধর্মতলা, আরজি করের বিচার চেয়ে স্বস্তিকা - সৃজিত♍দের সঙ্গে পথে নামল শিশুরাও
এছাড়াও দুপুর ২ টো নাগাদ সমস্ত রামকৃষ্ণ মিশন পরিচালিত স্কুল এবং কলেজের তরফে সম্মিলিত মিছিলের▨ ডাক দেওয়া হয়েছিল। সেই মিছিলগুলো গোলপার্ক, গড়িয়াহাট, রাসবিহারী, 🌞ভবানীপুর এবং নন্দন থেকে শুরু করা হয়।
সকাল ১০ টায় যাদবপুর ৮ বি বাসস্ট্যান্ড থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়। বিকেলে বেহালা ট্রাম ডিপো থেকে পোড়া অশ্বত্থতল🏅া পর্যন্ত একটি মিছিল করা হয়। দুপুর ২ টো থেকে অ্যাকাডেমি চত্বরে জমায়েত চলে। বেঙ্গালুরুর দুই জায়গাতেও এদিন জমায়েত চলে।
ব্যারাকপুর, চুঁচুড়া, বারুইপুর, বর্ধমান, সোনারপুর, ইছাপুর, নৈহাটি, ইত্যাদি জায়গাতেও মিছিল, জমায়েত, সমাবেশ চলে। এদিন কলকাতার একাধিক স্কুলের প্রাক্তনীরাও বিভিন্ন জায়গায় মিছিল করেছে। এ💯ই মিছিলগুলো ম👍ূলত রাসবিহারী, ল্যান্সডাউন, দেশপ্রিয় পার্ক, হাজরা অঞ্চল থেকে শুরু হয়েছে।
আরও পড়ুন: জনের চেষ্টাতেই ডুরান্ড কাপ জয় নর্থ ইস্টের! অ🐓ভিনেতাকে নিয়ে মাঝ🗹 মাঠেই উচ্ছ্বাসে ভাসলেন খেলোয়াড়রা
আরও পড়ুন: 'চরম অন্ধকꦫার - ডিপ্রেশনে এক✱েবারে…' সুশান্তের মৃত্যুর পর লম্বা স
ময় কাটাতে হয়েছে জেলে, অভিজ্ঞতা সম্ꩵপর্কে কী জানালেন রিয়া?