🍬 ঝামেলার সূত্রপাত গত বছর। ২০২৪ সালের মাঝামাঝি রাহুল মুখোপাধ্যায়কে নিষিদ্ধ ঘোষণা করে ফেডারেশন। তারপর থেকে দফায় দফায় ফেডারেশন পরিচালক গিল্ডের কাজিয়া প্রকাশ্যে এসেছে। শুধু তাই নয়, স্বরূপ বিশ্বাসের বলা একটি মন্তব্যের বিরোধিতা করে মানহানির মামলাও দায়ের করা হয়। কিন্তু সেসব অতীত। আগেই নতুন পরিচালক গিল্ড থেকে বেরিয়ে পুনরায় পুরনো গিল্ডে ফিরেছেন রাহুল। এবার স্বরূপ বিশ্বাসের নামে করা মানহানির মামলা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন।
আরও পড়ুন: ♏রিয়েলিটি শোতে মালাইকাকে চোখ মেরে চুমু ১৬ বছরের কিশোরের! 'অসভ্য' আচরণে বিরক্ত বিচারক কী ঘটালেন?
কী ঘটেছে?
💞রাহুল পুরনো গিল্ডে ইতিমধ্যেই ফিরে গিয়েছেন। শুধু তাই নয়, তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন ক্ষমা চেয়ে। সেখানে তিনি টেকনিশিয়ান এবং ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের কাছে ক্ষমা চান। এবার তিনি স্বরূপ বিশ্বাসের নামে করা মানহানির মামলা থেকেও সরে গেলেন।
๊এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, গত বছরই স্বরূপ বিশ্বাস তাঁর একটি মন্তব্যে বলেন ৬০ শতাংশ পরিচালক এবং প্রযোজকরা অভিনেত্রীদের শ্লীলতাহানির সঙ্গে জড়িত। তারপরই নতুন পরিচালক গিল্ডের তরফে তাঁর নামে মানহানির মামলা করা হয়। সেখানে সুদেষ্ণা রায়, সুব্রত সেন, রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায় সহ রাহুল মুখোপাধ্যায়ের নামও ছিল। কিন্তু এবার সেই তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন বলেই আনন্দবাজারের তরফে জানানো হয়েছে। কিন্তু কেন এই পদক্ষেপ নিলেন তিনি?
ꦫজানা গিয়েছে ফেডারেশনের সঙ্গে সমস্যার জেরে গত ৬ মাস কাজ ছিল না রাহুলের হাতে। সেই ভয়েই কি তিনি পুরনো গিল্ডে ফেরার পাশাপাশি নিজের নাম প্রত্যাহার করে নিলেন? উঠছে প্রশ্ন। প্রসঙ্গত ইতিমধ্যেই পুরনো গিল্ডে তাঁর সঙ্গে ফিরেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, শ্রীজিৎ রায়, জয়দীপ মুখোপাধ্যায়। এঁদের সঙ্গে চলতি বছরের শুরুতেই ফের ফেডারেশনের সংঘাত লেগেছিল। কিন্তু সেটা মিটতেই তাঁরা পুরনো জায়গায় ফিরে গেছেন। এছাড়া অরিন্দম শীল, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়ও পুরনো গিল্ডে ফিরে গিয়েছেন।
꧙তবে মানহানির মামলা থেকে নিজের নাম সরানোর বিষয়ে রাহুল নিজে কিছু না জানালেও পুরনো পরিচালক গিল্ডের তরফে কোষাধ্যক্ষ শুভম দাস জানিয়েছেন এটা সত্যিই। রাহুল তাঁর নিজের ভুল বুঝতে পেরেছেন। শুধু তাই নয়, তিনি নাকি শীঘ্রই কাজেও ফিরতে চলেছেন।