Narendra Modi in Parliament: সংসদে মোদী! গেলেন, বসলেন, তাঁর নামে প্রশ্ন উত্থাপিত হলেও জবাব দিলেন না...
Updated: 27 Mar 2025, 02:23 PM ISTআজ সংসদে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুক্ষণ রাজ্যসভায় বসে তিনি সভাকক্ষ ত্যাগ করেন। এদিকে আজ যখন প্রধানন্ত্রী রাজ্যসভায় যান, তার কিছু পরই তাঁকে উদ্দেশ্য করা একটি প্রশ্ন উত্থাপিত হয়েছিল প্রশ্নোত্তর পর্বে।
পরবর্তী ফটো গ্যালারি