রাখি সাওয়ান্তের সঙ্গে আদিল খান দুরানির বিয়ের পর থেকে কী কী কাণ্ড চলেছে তা কমবেশি সকলেই জানেন। শেষপর্যন্ত এই বিয়ে টেকেনি। এদিকে ♎রাখির আনা শারীরিক নির্যাতন, আর্থিক প্রতারণা সহ একাধিক অভিযোগে জেল খেটেছেন আদিল। এতদিন তিনি চুপই ছিলেন। সম্প্রতি জেল থেকে ছাড়া পে♈য়েই রাখির বিরুদ্ধে পাল্টা একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন আদিল।
রাখির বিরুদ্ধে নানান কথায় সোমবার আদিল দাবি করেছিলেন রাখি মা হতে পারবেন না। আর এরপরই আদিলের কথা ভুল প্রমাণ করতে সোজা চিকিৎসকের কাছে পৌঁছে য💖ান রাখি সাওয়ান্ত। স্ত্রী রোগ বিশেষজ্ঞ বীণা শিন্ড🍷েও অবশ্য রাখির সুরে সুর মিলিয়ে বলেন, রাখি মা হতে পারবেন। রাখির (uterus) জরায়ু এক্কেবারেই ঠিক আছে। অস্ত্রোপচার করে শুধু জরায়ুতে হওয়া ফাইব্রয়েড গুলি বাদ দেওয়া হয়েছে। তাই রাখির মা হওয়ায় কোনও সমস্যা নেই। এছাড়া রাখির ডিম্বানুগুলিও সংরক্ষণ করা রয়েছে বলেও জানান চিকিৎসক।
আরও পড়ুন-‘মুম্বইয়ের লোকজন ভ🍷ীষণ…’ সানি দেওলের সঙ্গে কাজ সেরে ফেরা তনুশ্রꦫীর অভিজ্ঞতা কেমন
আরও পড়ুন-'সময় খারাপ চলছিল, তবে বলিউড এখনও শেষ হয়নি', গদর🌞২ সাফল্যে কাদের বার্ত༺া দিলেন করণ?
আরও পড়ুন-'আমাকে বিয়🧸ের পরও রাখি প্রথম স্বামীর সঙ্গে সহবাস করত, টাকাও নিত',🅘 বিস্ফোরক আদিল
তবে শুধু মা হতে না পারাই নয়, রাখি সাওয়ান্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন আদিল খান দুরানি। আদিলের বিস্ফোরক অভিযো✱গ ছিল, ‘রাখির মতো মেয়েরা সব করতে পারেন। আমাদের দেশের আইন মেয়েদের এমনভাবে সুরক্ষা দেয় যে তাঁরা ধর্ষণ বলে চিৎকার করলেই পুরুষদের গ্রেফতার হতে হয়।’
এখানেই শেষ নয়, আদিল খান দুরানির অভিযোগ ছিল, রাখি মিথ্যে বলে তাঁ♈কে বিয়ে করেছিলেন। এদিকে তাঁর সঙ্গে বিয়ের পরও প্রথম স্বামী রীতেশের সঙ্গে সম্পর্ক ছিল রাখির। তাঁর সঙ্গে বিয়ের পরও রীতেশের সঙ্গে সহবাস করেছেন, দুজনের কাছ থেকেই টাকা নিয়েছেন রাখি। বিয়ের আগে জানিয়েছিলেন তিনি আদিলের থেকে ৭ বছরের বড়। পরে আদিল নাকি দেখেছেন, রাখি🌠 আসলে তাঁর থেকে ১৯ বছরের বড়। এছাড়া তিনি নয়, রাখিই নাকি তাঁকে মারধর করতেন বলেও দাবি করেছেন আদিল খান দুরানি। যদিও আদিলের বাকি অভিযোগ নিয়ে এখনও মুখ খোলেননি রাখি।