এক ঢাল খোলা চুল, গোড়ালি লুটনো শাড়ি, ঘোমটা ঢাকা মুখ। পর্দায় 'সীতা মা'কে এ ভাবেই দেখতে অভ্যস্ত তাঁর অনুরাগীরা। কিন্তু মোবাইলের পর্দায় সেই সীতাই তাঁদের সামনে আবির্ভূত হচ্ছেন চোখ ধাঁধান🅘ো ওয়ান পিসে। আর তাতেই 'গেল গেল' রব। ছিছিক্কার ভক্তমহলে। আরও একবার নেটমাধ্যমে নীতিপুলিশির শিকার 'রামায়ণ'-এর সীতা দীপিকা চিখলিয়া।
ষাট ছুঁইছুঁই অভিনেত্রী নেটমাধ্যমে বেশ সক্রিয়। 'ট্রেন্ড' অনুসরণ করেন সময়ের সঙ্গে তাল মিলিয়ে। সম্প্রতি একটি 'ট্রান্সিশন' রিল পোস্ট করেন তিনি। সেখানে প্রথমে সাদামাঠা♔ টি শার্ট-ট্রাউজার্স ধরা দিলেও নিমেষে ভোল বদলে তাক লাগিয়েছেন দীপিকা। গাঢ় সবুজ রঙের ড্রেস এবং উঁচু হিলে নজর কেড়েছেন ৫৮-র অভিনেত্রী। আর তাতেই আপত্তি তুলেছে নেটিজেনদের একাংশ। দীপিকাকে যেমনই লাগুক, তা নিয়ে তাঁরা ভাবতে নারাজ। প্রশ্ন উঠেছে সীতার রুচি, পোশাক চয়ন নিয়ে।
দীপিকার পোস্টে জনৈক লিখেছেন, 'আপনাকে আমার সীতা মা হিসেবেই দেখি। কখনও ভুলভাল কিছু পোস্ট করবেন না'। অন্য জনের টিপ্পনি, 'এ সব আপনাকে একেবারেই মানায় না।' একজন কটাক্ষ করে লিখেছেন, 'সীতা মাতা হয়ে💜 জনপ্রিয়তা পেয়ে আ🐻পনি তো বিপাশা হয়ে গেলেন।'
এই প্রথম নয়। 🧔অতীতেও এমন তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন দীপিকা। পর্দার সীতা মায়ের কাণ্ড দেখে চমকে উঠেছিলেন নেটিজেনরা। কোনও এক ঘরোয়া পার্টিতে ছোট ঝুলের একটি স্কার্ট পরে ছবি দিয়েছিলেন তিনি। এর পরেই নিন্দার ঝড় ওঠে অনুরাগীমহলে। শুরু হয়🔯 বিতর্ক। সেই বিতর্কের আগুনে ঘৃতাহুতি করে অভিনেত্রীর হাতে থাকা ওয়াইনের গ্লাস। উড়ে আসতে থাকে একের পর এক মন্তব্য। শেষমেশ বাধ্য হয়ে নেটমাধ্যম থেকে সেই ছবি মুছে দেন দীপিকা।