রণবীর কাপুরের পিসতুতো ভাই আদর জৈনের বিয়ে। বান𓄧্ধবী আলেখা আডবানির সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন আদর। আর সেই বিয়ের অনুষ্ঠানে হাজির ছিল গোটা কাপুর পরিবার। রণবীরের হাত ধরে শ্বশুরবাড়ির বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন আলিয়া ভাট। সোশ্যাল মিডিয়ায় উঠে এসꦺেছে কাপুরদের বিয়ে বাড়ির নানান মুহূর্ত।
এমনই এক ভিডিয়োতে দেখা য🌠াচ্ছে, বিয়ের অনুষ্ঠানে রাখা চেয়ারে পাশাপাশি বসে রয়েছেন কাপুর বাড়ির সদস্যরা। ভিডিয়🔜োটি মেহেন্দি অনুষ্ঠানের দিন তোলা হয়। সেখানে শুরুতেই ইশারা করে খেয়েছেন কিনা প্রশ্ন করতে দেখা যায় আলিয়াকে। এরপর এগিয়ে এসে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করতে, আশীর্বাদ নিতে দেখা গেল রণবীর-আলিয়াকে। সেখানে ছিলেন রাজ কাপুরের বড় ছেলে মানে রণবীরের জ্যাঠামশাই রণধীর কাপুর ও জ্য়েঠিমা ববিতা কাপুর সহ আরও অনেকেই। প্রথমে প্রণাম করা শুরু করেন আলিয়া, এরপর তাঁকে অনুসরণ করেন রণবীরও। আলিয়া-রণবীরের বড়দের সম্মান করতে দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।
এক নেটিজেন লিখেছেন, ‘খুবই সুন্দর, একেবারে🎃ই সাধারণ পরিবার মনে হচ্ছে, কোনও দেখনদারি নেই, বেশ ভালো লাগল।’ কে🌜উ আবার আলিয়ার উদ্দেশ্যে লিখেছেন, ‘সংস্কারি বহু’। কারোর মন্তব্য, ‘রণবীর-আলিয়া সত্যিই এত সুন্দর, এত নমনীয়, পারিবারিক মূল্যবোধ ওঁদের মধ্যে রয়েছে।’ কেউ আবার এরই মাঝে আলিয়ার সমালোচনা করে লিখেছেন, ‘আলিয়া বড় গলার জামা কুর্তা পরেছেন, ওঁর নিচু হওয়ার আগে ওড়না দিয়ে ঢেকে নেওয়া উচিত ছিল।’ কারোর কথায়, ‘খুবই সুন্দর সংস্কারি পরিবার, বেশ ভালো লাগল।’ এমনই অজস্র কমেন্টের বন্য়া বয়েছে।
প্রসঙ্গত, ১৯ ফেব্রুয়ারি ছিল আদর জৈন ও আলেখা আডবানির মেহেন্দি অনুষ্ঠান। সেই দ𓆏িনেরই ভিডিয়োটি এটি। রণবীরকে ওইদিন অফ হোয়াইট রঙের কুর্তা পাজামায় দেখা যায়। আর আর আলিয়া পরেছিলেন ডিপ হলুদ রঙের শারারা ড্রেস।
মেহেন্দির দিন আদর ও আলেখার সঙ্গে নাচতে দেখা যায় হবু বরের মামাতো🍸 দাদ💝া রণবীর কাপুর ও তাঁর বৌদি আলিয়া ভাটকে। একই সঙ্গে নাচে যোগ দেন রণবীর-করিনা ও তাঁদের পিসি অর্থাৎ আদরের মা রিমা জৈন। এদিকে ইতিমধ্যেই সাতপাকে বাঁধা পড়েছেন আদর-আলেখা। ২১ ফেব্রুয়ারি ছিল তাঁদের বিয়ের অনুষ্ঠান।