প্রথমবার রণবীর কাপুরের সঙ্গে কাজ করেছেন। আর অভিনেতা-পরিচালক জুটি রণবীর-সন্দীপের প্রথম ছবি 'অ্যানিম্যাল'🅠 ব্লকবাস্টার। ছবির বিরুদ্ধে যতই উগ্র পৌরুষের অভিযোগ থাকুক না কেন, বক্স অফিস রিপোর্টই বলছে, ‘অ্যানিম্যাল’ দর্শ🔯কদের ভালোবাসা পেয়েছে।
সম্প্রতি সাক্ষাৎকার💃ে রণবীরকে নিয়ে মুখ খুলেছেন পরিচালক সন্দীপ। জানিয়েছেন, রণবীর নাকি নিজেই 'কবীর স⭕িং'(২০১৯) -এর সময়ই তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন।
সম্প্রতি দৈনিক ভাস্করকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা বলেন, ‘হোয়াটসআপের যুগে আসলে টেক্সট মেসেজ চেক করার অভ্যাস হারিয়ে গিয়েছে। আর রণবীর (কাপুর) আমায় SMS করেছিলেন। আমি ওর মেসেজটা দেখিও নি। পরে রণবীরই আসলে আমায় সেই মেসেজটা দেখান। এভা🃏বে আমি অনেক গুরুত্বপূর্ণ লোকজনের মেসেজ অনেকসময় খেয়াল করিনা। অনিল কাপুরও আমায় মেসেজ করেছিলেন। এভাবে অনেক মেসেজ জমে রয়েছে, ফেসবুকেও অনেক মেসেজ রয়েছে।’
সন্দীপকে প্রশ্ন করা হয়, মেসেজ দেখলে অর্জুন রেড্ডির হিন্দꦚি রিমেক 'কবীর সিং'-এ ক🍌ি আপনি রণবীর কাপুরকে নিতেন? উত্তরে সন্দীপ জানান, ‘নাহ, রণবীর আসলে খুব স্পষ্টভাবেই জানিয়েছিলেন, তিনি কোনও রিমেকে কাজ করবেন না। আমি তো অন্তত তাই জানতাম।’
প্রসঙ্গত সন্দীপ রেড্ডির 'কবীর সিং'-এ অভিনয় করেছিলেন শাহিদ কাপুর ও কিয়ারা আডবানি। এদিকে 'অ্যানিম্যাল' বক্স অফিসে সাফল্য পাওয়ার পর নেটফ্লিক্সেও মুক্তি পেয়েছে। তথ্য বলছে, সেখানেও বহু দর্শক ছবিটি দেখে ফেলেছ🎃েন।
এদিকে সম্প্রতি ‘অ্যানিম্যাল’-এর বিরুদ্ধে উগ্র পৌরুষের অভিযোগ এনেছিলেন কিরণ রাও। আর দৈনিক ভাস্করকে দেওয়া সাক্ষাৎকারে তার জবাবও দিয়েছেন সন্দীপ। কিরণের কথায় বিরক্ত সন𝕴্দীপ বলেন, ‘আজ সকালে আমার সহকারী একটা প্রতিবেদন দেখালো। এক সুপারস্টারের প্রাক্তন স্ত্রীর। তিনি বলছেন যে বাহুবলী ২ এবং কবীর সিংয়ের মতো ছবিতে নারী-বিদ্বেষ ও স্টকিং-এর প্রচার করা হয়েছে। আমি মনে করি, তিনি পিছু নেওয়া এবং ভালোবাার বহিঃপ্রকাশের ফারাক বোঝেন না।’
সন্দীপ আরও বলেন, 'আমি ওনাকে বলতে চাই দয়া করে আমির খানকে গিয়ে প্রশ্ন করুন, 'খাম্বে জায়সি খাদি হ্যায়, লড়কি হ্যায় ইয়া ফুলজারি হ্যায়' এই লাইনের অর্থ কী? তারপর আমাকে বলবেন'। অর্থাৎ আমিরের ছবির গানে মেয়েদের দিকে যেভাবে ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে, তাকেই বিঁধেছেন পরিচালক। সন্দীপ মনে করিয়েছেন আমিরের ‘দিল’ ছবির কথাও। বলেন, 'আমির খান ওই ছবির দৃশ্যে প্রায় ধর্ষণের চেষ্টা করেন, এ𝄹রপর নিজের ভুল বুঝতে পারেন। শেষ পর্যন্ত ওই মেয়েরই প্রেমে পড়ে যান। এ সব কী! আমি বুঝতে পারি না, চারপাশ না দেখেই কেন এ🌄ভাবে আমার দিকে আঙুল তোলা হয়!'