দিদি নম্বর ওয়ানে এদিন খেলতে এসেছিলে🔯ন টলিউডের চেনা মুখেরা। ছিলেন রত্না ঘোষাল, পুষ্পিতা মুখোপাধ্যায়, প্রমুখরা। সেখানেই কথা বলতে গিয়ে স্মৃতির পাতায় ডুব দিলেন বর্ষীয়ান অভিনেত্রী রত্না ঘোষাল। মনে করলেন কেরিয়ারের শুরুর দিনগুলোর কথা।
দিদি নম্বর ওয়ানে রত্না
দিদি নম্বর ওয়ানে খেলতে এসে কেরিয়ারের শুরুর দিনে ফিরে গেলেন রত্না ঘোষাল। কথায় কথায় জানালেন সেই সময় যে আন্তরিকতা ছিল, সবাই যেভাবে 𒁃সবার 🤡খোঁজ রাখতেন সেটা তিনি মিস করেন।
আরও পড়ুন: আয়ুষ্মানের কণ্ঠে পাকিস্তানের স্তুতি! পুরনো ভিডিয়ো ভাইরাল হতেই♔ রোষের মুখে 'ভিকি ডোনর'
রত্না ঘোষাল এদিন জানান, 'তখন আমি যেখানে থাকতাম মানে রাজ বসন্ত রোডে সেখানে আমার বাড়ির পাশে থাকত সন্ধ্যা মামনি, ম𝔉ানে সন্ধ্যা রায়। সন্ধ্যা মামনি রিক্সা করে লেক ꦕমার্কেটে বাজার করতে যেত। আর আমার ঘরের জানালার কাছে এসে রাস্তা থেকে বলতো কী রে আজ শুটিং আছে? কী করছিস? বেরোবি তুই? আমিও উত্তির দিতাম। এই আন্তরিকতাটা সাংঘাতিক ছিল।'
এরপর তিনি আরও বলেন, 'ভানু দাও তাই। দুদিন ফোন না করলে বা দেখা না হলেই বাড়ি এসে সোজা বাঙাল ভাষায় বলতো কী ভেবেছ কী বড় হয়ে গেছ? একটা ফোন করতে পারো না? আমি যদি বলতাম যে না পারিনি তখন ফের ধমক দিয়ে বল🎃তো কেন পারোনি? কিসের কাজে ব্যস্ত? এই একতাটা ছিল সেই সময়। এখন মনে হয় স💃েই সময়টা মিস করি। এখন তো আর মানুষগুলো এসে বলবে না যে কেমন আছিস বা কিছু।'
এদিন রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে ছেলের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন পুষ্পিতা মুখোপাধ্যায়। আবার মৈত্রেয়ী জানান তিনি কীভাবে বাড়িতে নিজেই বা কাউকে দিয়ে চুܫল কাটান।
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার 🃏পর্যন্ত বিকেল পাঁচ𝐆টা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।