বহুদিন পর্দার আড়ালে ছিলেন রেজওয়ান রব্বানি শেখ। ফের ‘বঁ꧒ধুয়া’ ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরেছেন অভিনেতা। এই ধারাবাহিকে তাঁর নাম আবির। ভালোবাসার মানুষ পেখমের সঙ্গে অবশেষ সাত পাঁকে বাঁধতে চলেছে আবির। এতদিন পরে পর্দায় ফিরে এসে ঠিক কেমন লাগছে? বিবাহ পর্বের শ্যুটিং কেমন চলছে? সেইসব অনুভূতির কথা হিন্দুস্তান টাইমস বাংলাকে সরাসরি জানালেন,অভিনেতা রেজওয়ান রব্বানি শেখ।
প্রশ্ন: অনেক দিন পরে আবার ছোটপর্দায় কামব্যাক করে কেমন লাগছে?
রেজওয়ান: সবসময় দর্শকদের সামনে থাকতে বা তাঁদের ভালোবাসা পেতে খুবই ভালো লাগে। কিন্তু পর্দায় ছিলাম না কারণ কোন স্ক্রিপ্টে কাজ করব বা কোন চরিত্রে কাজ করব সেইটুকু বেছে নেওয়ার জন্য নিজেকে একটু সময় দিচ্ছিলাম। এখন ফাইনালি এই চরিত্রটা আমার ভালো লাগল। প্রথম উইকেই সবাই কেল্লাফতে বলা শুরু করে দিয়েছে। বেঙ্গলে টপ টে꧅নের মধ্যে এসে গিয়েছে, দর্শকদের রেসপন্স দেখে ভীষণ ভালো লাগছে।
প্রশ্ন: পেখমের চরিত্রের মধ্যে একটা অস্বাভাবিকতা রয়েছ, বিয়ের আগেই শর্ত দিয়েছে এই সব কিছু নিয়ে আবিরের মনে কি কোনও প্রশ্ন জেগেছে?
রেজওয়ান: প্রশ্ন বলতে যেই মানুষটাকে আবির এতদিন ধরে ভালোবেসে এসেছে সেটা অবশেষে তাকে বলতে পেরেছে , বিয়েটা হচ্ছে লাভ কাম অ্যারেঞ্জ ( অবশ্যই এক তরফা প্রেম)। দু'টো পরিবারের মতামত নিয়েই বিয়েটা হচ্✤ছে। কিন্তু কোথাও গিয়ে পেখমের শর্ত অবশ্যই আবিরকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। কিন্তু আবির এতটাই বুদ্ধিমান যে সে জানে এই মেয়ে ছাড়া অন্য কাউকেই সে বিয়ে করতে পারবে না বা ভালোবাসতে পারবে না। তাই খুব ঠান্ডা মাথায় পেখমের মন জয় করার চেষ্টা করছে আবির।
প্রশ্ন: বিয়ের পর্বের শ্যুটিং-এ ঠিক কেমন মজা হচ্ছে?
রেজওয়ান: হইচই প্রচুর হওচ্ছে। রাতে শ্যুট প্রচুর হচ্ছে আমাদের। ডবল ইউনিটও হচ্ছে রোজ। কিন্তু এত বড় ফ্যামিলি যে পুরো বিয়ের মতোই অনুভূতি হচ্ছে। কাজ আর মনে হচ্ছে না। সবাই আনন্দ করেই কাজ করছে।
প্রশ্ন: রিল লাইফে তো বিয়ে হয়েই গেল, বাস্তবে কবে বিয়ে করছেন?
রেজওয়ান: দর্শকরা আমার রিল লাইফের বিয়েতে এত আনন্দ ও মজা পাচ্ছে যে এখন মনে হচ্ছে যে আমার আর রিয়েল লাইফের বিয়ের দরকার নেই। তবে আবিরের মতো যদি কোনও পেখম পাই তবে অবশ্যই ভেবে দেখব। সম্পর্কে সময় দেওয়া খুব দরকার। বাড়িতে গাছ রাখলাম অথচ যত্ন করলাম না এটা হয় না🀅। সম্পর্কের ক্ষেত্রেও তাই , কিন্তু আমার যত্ন করার সময় নেই।