‘আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জীর…’, হ্যাঁ, আশ্বিনের শারদপ্রাতের সময় আসন্ন, কাউন্টডাউন শুরু করে ফেলেছে বাঙালি। নিজের ꦯশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর অপেক্ষায় চলছে প্রহর গোনা। দুর্গাপুজোর সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ‘মহালয়া’। এই বছর ‘মহালয়া’ বাঙালি দর্শকদের জন্য থাকছে বিশেষপ্রাপ্তি, প্রথমবার ছোটপর্দায় দশভূজার অবতারে হাজির হচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
ভাবছেন কোন চ্যানেলে টলিউডের এই এভারগ্রিন বিউটি হাজির হচ্ছেন মহিষাসুরমর্দিনীর অবতারে? তাহলে জানিয়ে রাখি, এই বছর কালার্স বাংলার ‘মহালয়া’ স্পেশ্যাল অনুষ্ঠানে এই বিশেষ অবতারে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। অনুষ্ঠানের নাম ‘দেবী দশমহাবিদ্যা’। একথা কারুরই অজানা নয়, অভিনয়ের পাশাপাশি ঋতুপর্ণার অন্যতম ভালোবাসার জায়গা নাচ। প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী ঋতুপর্ণা মাঝেমধ্যেই নাচের অনুষ্ঠান করে থাকেন, এবার দশভূজারূপে ছোটপর্দায় মহিষাসুর বধ করবেন তিনি। কোনౠ চ্যানেলে ম🦂হিষারসুরমর্দিনী হিসাবে কাকে দেখা যাবে, সেই নিয়ে বিস্তর জল্পনা চলছে। এর মাঝেই আনুষ্ঠানিকভাবে কালার্স বাংলার তরফে জানানো হল এই বছর মহামায়া হিসাবে এই চ্যানেলে দেখা যাবে ঋতুপর্ণাকে।
প্রথম ঝলকেই চমকে দিলেন অভিনেত্রী। লাল বেনারসি শাড়ি আর গা ভর্কি সোনার গয়নায় সেজেছেন ঋতুপর্ণা, তাঁর কপালে ত্রিনয়ন এবং অর্ধচন্দ্রাকৃতি টিপ শোভা পাচ্ছে। আলতা রাঙা হাতে ত্রিশূল ধরে রয়েছেন অভিনেত্রী🍒।
পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষের সূচনা হয় ‘মহালয়া’র সঙ্গে। মহালয়া মানেই উমার বাপের বাড়ি আসার পালা। মহালয়ার ভোর মানেই রেডিয়োতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় ‘মহিষাসুরমর্দিনী’ শোনা। তারপর টেলিভিশনে পর্দায় দেবী দুর্গার মহিষাসুর বধের কাহিনি দেখা। এর আগে দেবশ্রী, ইন্দ্রাণী হালদার, শ্রাবন্তী, শুভশ্রী, কোয়েল থেকে দিতিপ্রিয়া রায়কে বিভিন্ন চ্যানেলে দেবী দুর্গা হিসাবে দেখেছে দর্শক। প্রথমবার ঋতুপর্ণাকে এই ভূমিকায় দেখতে মুখিয়ে রয়েছে সকলে। আরও পড়ুন-জি বাংলার মহালয়াতে মহিষাসুরমর্দিনী হচ্ছেন ‘মিঠাই’ সৌমিতৃষা!✱ শিবের ভূমিকায় কে?
এই বছর কালার্স বাংলার দেবী-বন্দনা ঋতুপর্ণা ছা়ড়া আর কাদের দেখা যাবে তা স্পষ্ট নয়, তবে চ্যানেলের লিডিং লেডিরাও যে ‘দেবী দশমহাবিদ্যা’র অংশ হবেন সে নিয়ে কোনও সন্দেহ নেই। মহিষাসুর কে হবেন, সেইদিকে সবার নজর থাকবে। আরও পড়ুন-SSC দুর্নীতি বিতর্কের মাঝে বঙ্গভূষণ পুরস্কার বিতরণী,দেব থেকে ঋতুপর্ণা-চাঁদের হ🎐াট!
সৌমিত্র-স্বাতীলেখার ‘বেলাশুরু’তে শে🌸ষ বড়পর্দায় দেখা গিয়েছে ঋতুপর্ণাকে। সম্প্রতি ‘বঙ্গভূষণ’ সম্মানে ভূষিত হয়েছেন অভিনেত্রী। আপতত মুক্তির অপেক্ষায় রয়েছে ঋতুপর্ণা অভিনীত ‘আকরিক’। এই ছবিতে দীর্ঘদিন পর বাংলা ছবির পর্দায় ফিরছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। ছবিতে সিঙ্গল মাদারের চরিত্রে রয়েছে💯ন ঋতুপর্ণা।