আজ ৩১ মার্চ অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর জন্মদিন। ৪৭ বছরে পদার⭕্পণ করলেন তিনি। বিগত ১৪ বছর ধরে স্বামীর জন্মদিন পালন করছেন অপরাজিতা। সাদামাটা নাকি আড়ম্বরপূর্ণ, ঠিক কীভাবে নিজের জন্মদিন কাটাতে ভালোবাস🌳েন ঋত্বিক, সেই কথাই সম্প্রতি সংবাদমাধ্যমকে জানালেন ঋত্বিক ঘরণী অপরাজিতা ঘোষ।
ঋত্বিকের জন্মদিন নিয়ে কথা বলতে গিয়ে আনন্দবাজার ডট কমকে অপরাজিতা বলেন, ‘ঋত্বিক সমস্ত বিশেষ তারিখ ভুলে যায়। জন্মদিনের কথাও মনে থাকে না। এই বিশেষ দিনটি নিয়ে কোনও মাথা ওব্যথা নেই ওর। তাই যা করার আমাদেরই করতে হয়। তবে এই দিনটা নিয়ে কোনও রকম বাড়াবাড়ি বা জাঁকজমক পছন্দ করে না ও। তবে বাবা-মায়ের জন্মদিন নিয়ে আমাদের ছেলে উপমন্যুর একটা আলাদাই উৎসাহ থাকে, আমরাও তাই ওকে বারণ করি না।’
আরও পড়ুন: ১.৭২ লাখ টাকার সিকান্দরের টিকিট কিনলেন সলমন ভক্ত! কে💯ন?
আরও পড়ুন: সত্যি কী বিদেশীর নജাক ভেঙে দিয়েছিলেন সইফ? ২০১২-র কোন সত্যি জানা🔥লেন অমৃতা
জন্মদিনে স্বামীকে দেওয়া উপহারের কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘ঋত্বিক দামি উপহার কখনই 🍒পছন্দ করে না। তবে প্রতিবছর উপহার বদলে যায় ওর প্রয়োজনের কথা মাথায় রেখে। তবে অপ্রয়োজনীয় কোনও জিনিস কখনওই ওকে দিইনি। তবে এই বিশেষ দিনে ও যা যা খেতে ভালোবাসে, এই সমস্ত বিশেষ পদ ওকে এই দিন রান্না করে দেওয়া হয়।’
জন্মদিনের দিন স্বামীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে অপরাজিতা বলেন, ‘যে কোনও মানুষের মধ্যেই পরিবর্তন স্বাভাবিক। তবে দীর্ঘ ১৪ বছর আমরা একসঙ্গে রয়েছꦑি, একে অপরকে সব সময় কাছাকাছি দেখেছি তাই সেইভাবে পরিবর্তন কখনও চোখে পড়েনি আমাদের। তবে ও একজন ভালো♍ অভিনেতা হওয়ার পাশাপাশি একজন ভালো মনের মানুষ। তবে যদি আমাদের চারিত্রিক বা সম্পর্কের মধ্যে কোনও পরিবর্তন হয়েও থাকে, সেগুলিকে সবসময় পজিটিভ ভাবেই আমরা দেখি।’
আরও পড়ুন: শ্রীলীলার সঙ্গে আদুরে পোস্ট কার্তিকের, তবে ♕কী এবার দক্ষিণের জামাই হবেন তিনি?
আরও পড়ুন: 'হীরামান্ডি’র পর প্রশংসার বন্যা বইলেও দীর্ঘদিন পাননি কোনও কাজ! অদিতি বললেন,🦋 ‘ভেবেছিলাম এটা আমায়…🀅’
সুখী দাম্পত্যের রহস্য নি🉐য়ে কথা বলতে গিয়ে অপরাজিতা বলেন, ‘খুব সত্যি কথা বলতে ঋত্বিক একজন সাদামাটা মানুষ। আমিও ঠিক তাই। আমরা দুজনে যদি একরকম না ꦕহতাম তাহলে হয়তো অসুবিধা হতো, কিন্তু সেটা কোনওদিন হয়নি। সুখী দাম্পত্যের মূল রহস্য হলো ভালো বন্ধুত্ব, আমরা সব সময় একে অপরের ভালো বন্ধু হয়েই থেকেছি।’