𝄹 কথা ছিল এবার IPL ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় হাজির হবেন ‘ভাইজান’ সলমন খান। নাহ, ২২ মার্চ, শনিবার কলকাতায় আসতে পারেননি সুপারস্টার। তবে তিনি হাজির ছিলেন মুম্বইতেই যক্ষ্মা রোগীদের জন্য একটি ক্রিকেট ম্যাচের আয়োজনে। যেখানে উপস্থিত ছিলেন হারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। সেখানে গিয়ে অনুরাগীদের মন জয় করে নেন সলমন।
🅺সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্রিয় তারকার পা ছুঁয়ে প্রণাম করছেন বেশ কয়েকজন কিশোরী। সেসময় সল্লু, তাঁদের হাত ধরে তোলেন, নিজেও উঠে দাঁড়ান। অনুরাগীদের সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছেন সলমনকে। এদিন ছিমছাম নীল টি-শার্ট ও কালো প্যান্টে দেখা যায় সুপারস্টারকে। পাপারাৎজির পোস্ট করা এই ভিডিয়োর নিচে কমেন্টে অনেকেই অভিনেতাকে ভালোবাসা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘সিকন্দর’, কেউ লেখেন, ‘সুপারস্টার সলমন’। কারোর কথায়, ‘সবসময় সলমন স্যারকে শ্রদ্ধা করি…’। কারোর মন্তব্য, 'ভাইজানকে সবসময়ই হ্য়ান্ডসাম লাগে।' কেউ লিখেছেন, ‘শের (বাঘ)’। আবার অনেকেই ভালোবাসা জানিয়েছেন। ভিডিয়োর নিচে এমনই বহু কমেন্টের বন্যা বয়ে যায়।
💝প্রসঙ্গত, 'টিবি মুক্ত ভারত'-এর সচেতনতা প্রসারের উদ্দেশ্য শনিবার এই ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। যেখানে বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুরের দলকে সুনীল শেট্টির ক্রিকেট দলের মুখোমুখি হতে দেখা গিয়েছে। যদিও এর আগে শোনা গিয়েছিল যে ৫০ জনেরও বেশি সেলিব্রিটি এই ম্যাচে অংশ নেবেন। যেখানে উপস্থিত থাকার কথা ছিল অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমান খান, রণবীর কাপুর এবং ভিকি কৌশলদের। যদিও শাহরুখ তো এই মুহূর্তে কলকাতায়, আর বাকিরাও বিভিন্ন কারণে সেখানে উপস্থিত না হলে সলমন পৌঁছেছিলেন।
🌠এর আগে অনুরাগ ঠাকুর এই ম্যাচ সম্পর্কে বিস্তারিত শেয়ার করে লিখেছিলেন, 'টিবি হেরে যাবে, দেশ জিতবে! রাজনীতি এবং সিনেমার খ্যাতিমান ব্যক্তিরা শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির 'টিবি মুক্ত ভারত'-এর স্বপ্ন বাস্তবে রূপ দিতে ক্রিকেট খেলতে মাঠে নামবেন। দেখতে ভুলবেন না।'
💝কাজের ক্ষেত্রে, সলমন খানকে খুব শীধ্রই দেখা যাবে 'সিকন্দর' ছবিতে। আগামী ইদেই মুক্তি পাচ্ছে তাঁর ছবি। গজনী পরিচালক এ আর মুরুগাদোস পরিচালিত এই অ্যাকশন থ্রিলারে় সলমনের সঙ্গে রয়েছেন রশ্মিকা মান্দান্নাও।