তিনি সুপারস্টার সলমন। তাঁর স্টারডম বলিউডের গণ্ডি ছড়িয়ে দেশে-বিদেশে সর্বত্রই ছড়িয়ে রয়েছে। বরাবরই সলমনের ছবির একটা আলাদা দর্শক রয়েছে। এমনকি ৫৮ বছর বয়সে এসেও তিনি যেভাবে ফিটনেস ধরে রেখ🐠েছেন, তাতে মুগ্ধ সলমন অনুরাগীরা। সম্প্রতি দু🍃বাই-এর এক অনুষ্ঠানে গিয়ে নজর কাড়লেন বলিউজের ভাইজান।
(আরও পড়ুন: 'কোনও হল মালিক পাকিস্তানি ছবি দেখালে, তাꦗর মূল্য চোকাতে হবে', ফাওয়াদের ছবি নিয়ে হুঁশিয়া𓃲রি রাজ ঠাকরের)
নাহ, এক্ষেত্রে কারণটা অবশ্য অভিনয় বা ফিটনেস নয়। এবার দুবাই-এর অনুষ্ঠানে সলমনের ইংরাজি উচ্চারণ দেখে মুগ্ধ তাঁর বহু অনুরাগী। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা এক൩াধিক ভিডিয়োতে সলমনকে নীল শার্ট ও ট্রাউজারে অনুষ্ঠানে🎐 ঢুকতে দেখা যায়। দেখা যায় একাধিক দেহরক্ষী বেষ্টিত হয়ে সলমন সেই অনুষ্ঠানে ঢুকছেন। পরে অনুষ্ঠান মঞ্চে উঠে বক্তব্য রাখতেও দেখা যায় সলমনকে। আর সেই সময়ই সলমনের সূক্ষ্ম ইংরাজি শুনে মুগ্ধ হয় অনুরাগীরা। সল্লুর একাধিক ভিডিয়ো X হ্যান্ডেলে ভাইরাল হয়েছে।
জানা যাচ্ছে, বেশকিছুদিন দুবাইতে কাটিয়ে গত শনিবারই মুম্বই ফিরেছেন সলমন। সম্প্রতি সলমনের বাবার সেলিম খানকে দুষ্কৃতীদের হুমকির কারণে বেশকিছুদিন খবরের শিরোনামে উঠে এসেছিলেন সলমন খান। ঘটনায় সেলিম খানের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ ২জনকে আটক করে। পরে অবশ্য জানা যায়, ওই ব্যক্তিরা শুধুমাত্র সেলিম খানকে প্র্যাঙ্ক (মজা করে ভয় দেখানো) করার চেষ্টা করছিলেন। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক✃ ছিল না। যদিও এরপর থেকে সলমন খানের বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। কারণ এর আগেও একাধিকবার লরেন্স বিষ্ণোইয়ের দল থেকে নানান ভাবে সলমনের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এমনকি সলমনের বাড়ি লক্ষ্য করে কিছুদিন আগে গুলিয়ে চলেছিল।
(আরও পড়ুন: ফেডারেশন, গি🐎ল্ডের বিরুদ্ধে অভিযোগ, কেশসজ্জা শিল্পীর আত্মহত্যার চেষ্টা, মুখ খুললেন স্বরূপ বিশ্বাস)
প্রসঙ্গত কাজের ক্ষেত্রেﷺ 'সিকান্দার' - ছবিতে দেখা যাবে সলমনকে। যে ছবিটি ২০২৫ সালের ইদে মুক্তি পাবে।