সময়টা এক্কেবারে ভালো যাচ্ছে না সলমন খানের। একের পর এক সমস্যার গেরোয় পড়তে হচ্ছে ভাইজানকে। একাধিকবার মিলেছে খুনের হমকি। সুপার🐓স্টারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন খোদ মহারাষ্ট্র সরকার। চলতি বছরের এপ্রিলে সলমনের বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছিল বিষ্🤪ণোই গ্যাং। অতি সম্প্রতি সলমন ঘনিষ্ঠ বাবা সিদ্দিকির খুন হন। সেই ঘটনার পর থেকেও বারবার গ্য়াংস্টার লরেন্স বিষ্ণোই-এর দলবলের থেকে একাধিকবার মিলেছে খুনের হুমকি।
সেতো নাহয় হল এবার 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'য়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননার দায়ও পরোক্ষভাবে গিয়ে পড়েছে ‘ভাইজান’-এর ঘাড়ে। সম্প্রতি বঙ্গবাসী ফাউন্ডেশনের তরফে দাবি করা হয়, এই শোয়ের সঙ্গ🦄ে সলমনের প্রযোজনা সংস্থা জড়িত। আর সেকারণে আইনি নোটিসও পৌঁছে যায় অভিনেতার কাছে। এই অভিযোগের পর এবার বিবৃতি দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন সলমন খান।
১৩ নভেম্বর, বুধবার টিম সলমনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘নেটফ্লিক্সে সম্প্রচারিত দ্য গ্রেট ইন্ডিয়ান ক💯পিল শোয়ের সঙ্গে আমরা কোনওভাবেই যুক্ত নই। কিছু কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, এই শোয়ের সঙ্গে সলমন খান/SKTV জড়িত, তাই তাঁরাও আইনি নোটিস পেয়েছে। যদিও এই খবর এক্কেবারেই ঠিক নয়। আমরা এই শোয়ের সঙ্গে কোনওভাবেই যুক্ত নই।’