সারা আলি খান আপাতত তাঁর সদ্য মুক্তি পাওয়া ছবি ‘জারা হাটকে জারা বাঁচকে’-র সাফল্যে ডগমগ। আর ‘আদিপুরুষ’ ছবির ঝড়ের মধ্যেও যখন এই ছবি বক্স অফিসে চালিয়ে খেলার পর সাফল্য অর্জন করল তখন তো একবা🍸র ঈশ্বর দর্শন তো চাই চাই! আর সেই কারণেই ছবি হিট করতেই ভিকিকে ছাড়াই ইন্দোরের খাজরানা গণেশ মন্দিরে গেলেন সারা। দিলেন পুজো।
এদিন অভিনেত্রী একটি সাদা রঙের চুড়িদার পরেছিলেন। ডিপ নেকের এই সাদা চুড়িদারের সঙ্গে তাঁকে হাতে ফুকে মালা ধরে থাকত দেখা যায়। এদিন এই মন্দিরে দর্শন সারার স🐟ময় তিনি একাধিক ভক্তের সঙ্গে ছবিও তোলেন। তারপর সেই সমস্ত ছবিই তিনি সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নেন।
শনিবার ইনস্টাগ্রামের স্টোরিজে খাজরানা মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট করেন নায়িকা। এই ছবিগুলো সোশ্যাল মিডিয✤়ায় দিয়ে তিনি লেখেন, 'সৌম্যা ইন্দোরে ফিরে এল।' আসলে তাঁদের এই জারা হাটকে জারা বাঁচকে ছবিটির প্রেক্ষাপট ছিল ইন্দোর। তিনি সেখানে গিয়ে নিজেকে ধন্য বলে মনে করছেন বলেও স্টোরিজে লেখেন।
এদিন খাজরানা মন্দিরে পুজো দিয়ে তিনি উজ্জয়িনীর শ্রী কাল ভৈরব মন্দিরে যান। এদিন তꦉাঁর পরনে একটি গোলাপি শাড়ি দেখা যায়। হাতে অর্ঘ্য দেওয়ার জন্য নারকেল ধরে ছিলেন তিনি।
তবে এটাই প্রথমবার নয় যখন সারা কোনও মন্দিরে গেলেন। এর আগেও এই ছবির প্𒁃রচারের সময় তিনি মধ্য প্রদেশের মহাকাল মন্দিরে যান। এছাড়া মুম্বইয়ের জনপ্রিয় সিদ্ধিবিনায়ক মন্দিরেও তাঁকে ভিকির সঙ্গে দেখা গিয়েছিল। যদিও অভিনেত্রীর এত ঘনঘন মন্দিরে যাওয়ার বিষয় নিয়েও তাঁকে বেশ কটাক্ষের মুখে পড়তে হয🗹়েছিল।
প্রসঙ্গত সইফ কন্যা সারাকে এর আগে ‘সিম্বা’, ‘লাভ আজকাল ২’, ‘কুলি নম্বর ১’, ‘গ্যাসলাইট’ ইত্যাদি ছবিতে দেখা গ꧋িয়েছে। তিনি ২০১৮ সালে ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে ডেবিউ করেছিলেন। এই সঙ্গে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তাঁকে দেখা গিয়ꦇেছিল।
আগামীতে সারাকে অনুরাগ বসুর ছবি ‘মেট্রো ইন দিনো’তে দেখা যাবে। এই ছবিতে তাঁর সঙ্গে থাকবেন আদিত্য রয় কাপুর, কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠী, ফাতিমা সানা শেখ, অনুপম খের, নীনা গুপ্তা, প্রমুখ। এছাড🐻়া ‘এ ওয়াতান মেরে ওয়াতান’ ছবিতেও তাঁকে দেখা যাবে। এখানে এক স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে অভিনয় করবেন তিনি।