সময় যত গড়াচ্ছে ততই কঠিন হচ্ছে সারেগামাপা-র মোকাবিলা। এই বছর লড়াই শুধু প্রতিযোগিদের মধ্যে নয়, লড়াই জমে উঠেছে বিচারকদের মধ্যেও। কার টিমের প্রতিযোগির মাথায় উঠবে সেরার মুকুট সেইদিকেও নজর সকলের। শনিবারের এপিসোডে সারেগামাপা-র মঞ্চে ফিলল নব্বইয়ের ম্যাজিক। আরও পড়ুন-ঐশীর এলিমিনেশন কামনা অঙꦡ্কনা ভক্তের! যেভꦚাবে ‘বন্ধু’র পাশে দাঁড়ালো ঘাটালের শিসপ্রিয়া
প্রতিযোগিদের মাথার উপর ঝুলছে এলিমিনেশন খাড়া। সপ্তাহ শেষে কম নম্বর পেলেই পত্রপাঠ বিদায়। তাই প্রত্যেকবার মাইক হাতে সেরাটা দেওয়ার তাগিদ, কিন্তু সেখানেই এই স🔜প্তাহে খানিক পিছিয়ে পড়ল জোজো আর জাভেদের টিমের রুনা হুসেন। কলকাতার মেয়ে রুনা এর আগে বহুবার রোম্যান্টিক গান গেয়ে মঞ্চ মাতিয়েছে। অথচ শনিবারের এপিসোড💧ে নিজের জঁর গান গেয়েও বিচারকদের মন জিততে ব্যর্থ রুনা।
আরও 🌱পড়ুন-মহারাষ্ট্রের লাবণী গাইল কলকাতার মেয়ে রুনা, ‘অপ্সরা’ শুভশ্রী নাচে জমবে সারেগামাপা
এদিন রুনার গাইল ‘তু সায়ার হ্যায়, মেয় তেরি সায়ারি…’। সাজন ছবির এই গান গেয়েছিলেন অলকা ইয়াগনিক। তিন দশক পরেಞও সমান জনপ্রিয় এই গান। রুনার পারফরম্যান্স শেষে রাঘবকে বলতে শোনা গেল, ‘তুমি গাইলে ভালো, কিন্তু কোথাউ গিয়ে সেই মনে হয় না নুন কম, ওই ব্যাপারটা রয়ে গেল। তোমার কাছে প্রত্যাশাটা অনেক হাই লেবেলের….’। ইমনের কথায়, ‘তুই শুরুটা ভালো করেছিলি, কিন্তু অন্তরাটায় যখন এলি, তোর বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছিল কোথাউ গিয়ে তুই অস্বস্তিবোধ করছিলি, জানি না আমার এখান থেকে তাই মনে হল।’