বাংলায় আবারও একটি সাহিত্য নির্ভর কাজ হতে চলেছে। তবে এবার আর কোনও রহস্য বা গোয়েন্দা গল্প নয়। বরং ভূতের গল্প আসছে, তাও রবীন্দ্রনাথ ঠাকুরের মণিহারা গল্প অবলম্বনে। ৬৩ বছর পর আবার এই গল্পকে ভিত্তি করে আসছে বাংলা ছবি। এর আগে ১৯৬১ সালে রব🀅ীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে সত্যজিৎ রায় এনেছিলেন তিন কন্যা। সেখানেই রতন, মৃন্ময়ীর সঙ্গে ছিল মণিমালিকার গল্প মণিহারা।𝐆 ২০২৪ এর প্রায় শেষ লগ্নে এসে জানা গেল আবারও সেই গল্প ভিত্তি করে আসছে নতুন বাংলা ছবি। সঙ্গে থাকছে চমকও!
আরও পড়ুন: সুশান্তের ময়নাতদন্তের রিপোর্টে গরমিল করেছেন AIIMS -এর চিকিৎসক? বিস্ফোরক দাবি সলমনের প্রা🃏ক্তন সোমির
বড় পর্দায় আসছে মণিহারা সহ আরও দুই ভূতের গল্প
এর আগে যখন সত্যজিৎ রায়ের তিন কন্যায় মণিহারা গল্পকে ভিত্তি করে ছবি ব𒆙ানানো হয় সেখানেও ছিল আরও দুটো গল্প। এবারও মণিহারার সঙ্গে থাকবে আরও দুই গল্প। কিন্তু সেগুলো হবে ভূতের গল্প। অর্থাৎ ৩ টি ভৌতিক গল্প নিয়ে এই ছবি তৈরি হবে।
কাকলি ঘোষ এবং অভিনব মুখোপাধ্যায় এই ভৌতিক ছবিটি তৈরি করছেন। এখানে ম🔥ণিহারা ছাড়াও থাকবে মনোজ সেনের লেখা গল্প শিকার। এবং থাকবে তারানাথ তান্ত্রিকের একটি গল্প। জানা গিয়েছে এই তিনটি গল্পের মধ্যে রাখা হবে যোগসূত্র। আপাতত তাঁরা এই ছবির নাম রেখেছেন ভূত ও পূর্ব।
মণিহারা গল্প ফণিভূষণের চরিত্রে দেখা যাবে সত্যম ভট্টাচার্যকে। অমৃতা চট্টোপাধ্যায় থাকবেন মণিমালিকার চরিত্রে। শিඣকার গল্পে দেখা যাবে সন্দীপ্তা সেন এবং সুহোত্র মুখোপাধ্যায়কে। এবং তারানাথ তান্ত্রিক এবং মাতু পাগলির গল্পে সপ্তর্ষি মৌলিক এবং রূপাঞ্জনা মিত্রকে দেখা যাবে।
আরও পড়ুন: 'ডিভোর্সের চ্যাপ্টার মনে করতে চাই না🌠', বিবাহবিচ্ছেদের বছর পার, জীবনে নতুন পরিবর্তন এনে কী বললেন নবনীতা?
জানা গিয়েছে বোলপুরে হবে এই ছবির আউটডোর শ্যুটিং। তারপর কলকাতার বিভিন্ন লোকেশনে চলবে কাজ। আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হবে ছবির শ্যুটিং পর🍨্ব।