শান্তনু মৈত্র মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁর মায়ের নানা ভিডিয়ো, ছবি পোস্ট করেไ থাকেন। বয়সকে তুড়ি মেরে উড়িয়ে তিনি কীভাবে নিজের পছন্দের জিনিসগুলো নিয়ে ভালো আছেন, সময় কাটান সেটাই অনুরাগীদের দেখান। এদিনও তেমনি একটি ভিডিয়ো পোস্ট করলেন। সেখানেই দেখা যাচ্ছে তাঁর মা একটি রবীন্দ্র সঙ্গীতে নাচ করছেন।
কী ভিডিয়ো পোস্ট করলেন শান্তনু মৈত্র?
শান্তনু মৈত্র এদিন যে ভ𒆙িডিয়ো পোস্ট করেছেন তাঁর মায়ের সেখানে তাঁকে সোমলতা আচার্যর গাওয়া ও যে মানে না মানা গানটি নাচতে দেখা যাচ্ছে। রবীন্দ্র সঙ্গীতের পুরো মেজাজ ধরে﷽ তিনি যেভাবে এক্সপ্রেশন সহ নাচ করলেন তাতে মুগ্ধ হয়েছেন সকলেই।
এই ভিডিয়ো পোস্ট করে গায়ক লেখেন, 'এটাই আমার মা, উনি যেটা সবথেকে ভালোবাসেন করতে রবীন্দ্র সঙ্গীতে নাচ করতে সেটাই উনি করছেন। এটাই ওঁর ভালো থাকা। আমি মাকে এভাবেই সবসময় ঘরে বাইরে দেখে এসেছি। এটা নিউ দিল্লির চিত্তরঞ্জন পার্কের একটি মহিলা সমিতির অনুষ্ঠানে মায়ের নাচের ভিডিয়ো। কিছুদিন আগে সেখানে পারফর্ম করেছে। আমি সব মাসীদের ধন💟্যবাদ জানাচ্ছি যাঁরা মায়ের নাচের ভিডিয়োগুলো আমায় পাঠিয়েছেন।'
শান্তনু মৈত্রর এই পোস্টে অনেকে মতামত জানিয়েছেন। ক্রুশা কপিলা লেখেন, 'উনি সেই সব মেয়েদের জন্য আদর্শ যাঁরা নিজেদের মতো বাঁচতে চায়।' গায়ক শান লেখেন, 'কী দারুণ গ্রেসফুল।' আকৃতি কক্কর সহ আরও অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন। সকলেই জানিয়েছেন তাঁরা মﷺঞ্জু মৈত্রর হাসি এবং তাঁর এক্সপ্রেশনে মুগ্ধ হয়েছেন।
প্রসঙ্গত শান্তনু মৈত্রকে বর্তমানে জিജ বাংলার সারেগামাপাতে দেখা যাচ্ছে। সেখানে তিনি এবারের অন্যতম বিচারক হিসেবে আছেন। তাঁর টিমের আরেকজন বিচারক হলেন অন্তরা মিত্র।