প্রবীণ বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা অভিღনয় জীবন শুরু করেছিলেন নেগেটিভ রোল দিয়ে। ধীরে ধীরে তাঁর শক্তিশালী অভিনয় তাঁকে পাকাপোক্ত জায়গা করে দেয় বলিউডে। অভিনেতা হওয়ার স্বপ্নপূরণের লক্ষ্যে পাটনা ছেড়ে মুম্বইয়ে এসেছিলেন। সাফল্য আসতে সময় নেয়। সেই সময় কখনও টাকা বাঁচাতে মাইলের পর মাইল হেঁটেছেন, কখনও বাস ধরে পৌঁছেছেন ছবির সেটে তো কখনও আবার একবেলা থেকেছেন খালি পেটেই। তবে হাল ছাড়েননি। নিমেষেই অ্যান্টি হিরো থেকে হয়ে ওঠেন হিরো। বিহারীবাবুর মুখে ‘খামোশ’ শব্দটুকু শুনতে থিয়েটারে উপচে পড়ত ভিড়। ♋আর এখন তো অভিনয় জীবনের মতোই সফল তাঁর রাজনৈতিক জীবনও।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে 'হাম সে না টাকরানা' অভিনেতা ভিলেন থেকে হিরো হওয়ার কারণ প্রকাশ করেছেন। সঙ্গে জানান, তাঁর সেক্রেটারি এবং তাঁর স্ত্রী পুনম সিনহা তাঁর✅ ভিলেনের রোল ত্যাগ করার পক্ষপাতিত্বে একাবেরই ছিলেন না। শত্রুঘ্ন আরও বলেন,অতীতে চলচ্চিত্র জগতের শিল্পের ব্যক্তিরা অন্যের ব্যর্থতায় আনন্দিত হতেন।
আরও পড়ুন: ‘সব উজাড়’ করার পরামꦇর্শ খুদের, দাদাগিরিতে আঁতকে উঠলেন সৌরভ! বললেন, ‘এতে বড় হবি’
শত্রুঘ্ন সিনহা দাবি করেন এই সাক্ষাৎকারে, ‘সব বড় নায়করা আমার সঙ্গে কাজ না করﷺার অজুহাত খুঁজছিলেন। তাদের আসলে নিরাপত্তাহীনতা♑য় ভুগছিলেন।’
প্রবীণ তারকার নাম আরও একটি কথা শোনা যেত যে তিনি সিনেমার সেটে নাকি নিয়মিত দেরিতে পৌঁছতেন। আ🌃র এতে যুক্তি দিয়ে আসানসোল থেকে ভোটে দাঁড়ানো তৃণমূল নেতা-অভিনেতা জবাব দেন, ‘তারা (নায়করা) বলত, 'সে দেরি করে আসে'। আরে দেরি করে যদি আসিও তাতে তোর বাবার কী যায় আসে। যে কাজটা ১০ ঘণ্টায় শেষ করে সবার প্রশংসা পাও তুমি, সেটা আমি ৩ ঘণ্টায় করে ফেলি।’
আরও পড়ুন: অনুরাগের ছোঁয়ার ‘ꦑসূর্য-উর্মি’র প্রেౠমচর্চা, পাহাড়ে একসঙ্গে সৌমিলি-দিব্যজ্যোতি? ভাইরাল ছবি
নি𒉰জেকে ‘ওয়ান টেক’ শিল্পী বলেও দাবি করেন শত্রুঘ্ন। জানান, সেই সময় লোক বলত তিনি নাকি ১০ পাতার সংলাপও বলে ফেলতে পারবেন নির🍃্ভুল ভাবে।
লোকসভা ভোটে শত্রুঘ্ন:
শোনা যাচ্ছে, তৃণমূলের টিকিটে আসানসোল কেন্দ্র থেকে লোকসভা ভোটে লড়বেন শত্রুঘ্ন সিনহা। এমনকী তাতে শিলমোহর দিয়ে দিয়েছেন নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের চলচ্চিত্🎀র উৎসবের মঞ্চেও ছিল তাঁর উজ্জ্বল উপস্থিতি। বাংলার মানুষের মনে অনেকদিন আগেই জায়গা করে নিয়েছেন বিহারী বাবু। এর আগে উপ-নির্বাচনেই নিজের খেল দেখিয়েছেন। এখন দেখার লোকসভা ভোটের টিকিতে এগিয়ে রাখতে পারেন কি না তিনি তৃꦡণমূল কংগ্রেসকে।