'যা চণ্ডী মধুকৈটভাদিদৈত্যদলনী যা মাহিষোন্মূলিনী/ যা ধূম্রেক্ষণচণ্ডমুণ্ডমথনী যা রক্তবীজাশনী ।' রক্তবীজের সাথে যুদ্ধে কে বাঁচাবে বাংলাকে?' বৃহস্পতিবার সকাল সকাল এমন প্রশ্নই তুলে দিলেন পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্য💙ায়। জানিয়ে দিলেন এই (২০২৩) পুজোতেই তাঁরা জন্ম দিতে চলেছেন ‘রক্তবীজ’ এর। ‘এবার যুদ্ধ হবে’ বলেও হুমকি দিয়েছেন তাঁরা। সকাল সকাল নন্দিতা ও শিবপ্রসাদের এমন ঘোষণায় সকলেই অবাক। সকলের প্রশ্ন, ‘আরে হচ্ছে টা কী?’
জানা গেল, কয়েকদিন আগেই শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় আবির-মিমিকে নিয়ে দারুণ কিছু আনার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এদিনের ঘোষণা তারই ফলশ্র🅰ুতি। এদিন সকাল সকাল ছবির সমস্ত কলাকুশলীদের নাম প্রকাশ্যে আনা হয়। ছবিতে আবির-মিমি ছাড়াও রয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। উইন্ডোজ প্রোডাকশনের ছবিতে ভিক্টরের অভিনয়ের ইঙ্গিত অবশ্য আগেই মিলেছিল। ৪ মার্চ প্রযোজনা সংস্থার অফিসে অভিনেত্রী অনুসূয়া মজুমদারের সঙ্গে দেখা গিয়েছিল ভিক্টরকে।
'রক্তবীজ' আবীর চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনুসূয়া মজুমদার ছাড়াও রয়েছেন, কাঞ্চন মল্লিক, সত্যম ভট্টাচার্য, অম্🌳বরীশ ভট্টাচার্য, দেবাশীষ ভট্টাচার্য। প্রযোজনা সংস্থার তরফে ছবির পোস্টারও সামনে আনা হয়েছে, তাতে রয়েছে একটি জবাফুলের ছবি, তাতে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। ছবির মিউজিকের দায়িত্ব রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সুরজিৎ চট্টোপাধ্যায়, দোহার।