পুজোর সময় মুক্তি পেয়েছে ৩, ৩ টি বাংলা ছবি। আর তিনটিই বেশ ভালো ব্যবসা করেছে। এর মধ্যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের বহুরূপী সবার থেকে এগিয়ে। কিন্তু ꩲদীপাবলির সময🐠় সিংঘম এগেন এবং ভুল ভুলাইয়া ৩ মুক্তি পেতেই কমানো হল বাংলা ছবির শো সংখ্যা। সেটা নিয়ে কী বলছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়?
হিন্দি ছবির দাপটে বাংলা ছবি শো-'হারা'
গত ৮ অক্টোবর মুক্তি পেয়েছে বহুরূপী, টেক্কা এবং শাস্ত্রী। শেষ ছবিটি বক্স অফিসে꧅ অত জাঁকিয়ে না বসলেও, শুরু থেকেই কাঁটায় কাঁটায় টক্কর জমেছে টেক্কা আর বহুরূপীর। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের ছবিটি তো সকলকে চমকে দিয়ে দুর্দান্ত ব্যবসা করে ফেলেছে। ইতিমধ্যেই টপকে গিয়েছে ১৩ কোটির গণ্ডি। অন্যদিকে টেক্কা ছবিটিও ৪ কোটি ৫৫ লাখ টাকার ব্যবসা করেছে। দেবের অভিনয়ের তুমুল প্রশংসা চলেছে নেটপাড়ায়। কিন্তু যেই দীপাবলিতে সিংঘম এগেন এবং ভুল ভুলাইয়া ৩ মুক্তি পেল অমনি এক ঝটকায় কমানো হল বাংলা দুই ছবির শো সংখ্যা।
১ নভেম্বর মুক্তি পেয়েছে 🌳সিংঘম এগেন এবং ভুল ভুলাইয়া ৩। তারপরই বহুরূপী ছবিটির শোয়ের সংখ্যা কমে হয় ৭৬। যদিও প্রথমে ৩১২ টি শো দিয়ে বক্স অফিস যাত্রা শুরু করেছিল, তৃতীয় সপ্তাহেও ২৮৯ টি শো ছিল আবির চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়ের ছবির। কিন্তু হিন্দির দুই বিগ বাজেট ছবি আসতেই এক ঝটকায় কমিয়ে দেওয়া হয় সেটা। একই হাল টেক্কার। বর্তমানে মাত্র ১৪ টি শো রয়েছে এই ছবির।
কিন্তু কেন এম🎃নটা হবে বারংဣবার? ঘটনাটা ঘটলেও এটা প্রত্যাশিত ছিল। আসলে প্রতিবারই ঘটে এক ঘটনা। কোনও বড় হিন্দি ছবি এলেই কমানো হয় বাংলা ছবির শো। সরকারি ভাবে এই রাজ্যে বাংলা ছবিকে অগ্রাধিকার দেওয়ার কোনও উদ্যোগ নেই। আর সেই নিয়ে যেন আবারও নতুন করেই প্রশ্ন উঠল।
কী জানিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়?
গোটা বিষয় নিয়ে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছেন, 'দীপাবলির রেশ কাটলেই আবার বাংলা ছবির শো, ব্যবসা বাড়বে। দক্ষিণ ভারতে নিজস্ব ভাষার ছবিকে যেভাবে গুরুত্ব দেওয়া হয় এখানে সেটা হয় না। তাই এখ🦹ানে আমাদের নিজেদের প্রমাণ করতে হবে। ৮-১০ টা সুপারহিট দিতে হবে। তবে একটা নেগোশিয়েশ🌱নের জায়গায় আসব।'
আরও পড়ুন: 'সব ভালোই চলছিল, হঠাৎই...'🍃 ৩ দিনের নোটিশে শেষ কাজল নদীর জ🎉লে, কারণ নিয়ে মুখ খুললেন মৈনাক-অরুণিমা
আগামীতে বাংলা ছবি
কেবল পুজো নয়। বড়দিনের ছবিটাও কি এক হবে সেটা নিয়েও এখন থেকে প্রশ্ন উঠছে। শীতের ছুটিতে আসছে দেবের খাদান। থাকছে SVF প্রযোজিত রাজ চক্রবর্তী পরিচালিত সন্তান। যদিও উইন্ডোজ প্রোডাকশন হাউজের আমার বস সেই সময় নাও মুক্তি পেতে পারে বহুরূপী ছবিটির সঙ্গে গ্যাপ বজায় রাখার জন্য। কিন্তু সেই একই সঙ্গে আসার কথা আছে আমি খানের সিতারে জমিন পর এবং বরুণ ধাওয়ানের বেবি জন। বাদ যাবে না ডিসেম্বরের গোড়ার দিকে মুক্তি পাওয়া পুষ্পা ২ এবং ছাবা। ফলে তখনও হিন্দি ছবির দাপটে আবার বাংলা ছব🦋ি বাংলায় ব্যাকফুটে যায় নাকি জমিয়ে ব্যবসা করে সেটা সময়ই বলবে।