💟 বলিউডের অতি পরিচিত নাম শ্রদ্ধা কাপুর। তবে তিনি যখন অভিনেত্রী হিসাবে কেরিয়ার শুরু করেন, তখন শ্রদ্ধার বয়স ছিল মাত্র ২০। তাঁর মিষ্টি হাসি, অভিনয় প্রতিভার কারণে, শ্রদ্ধার অনুরাগীর সংখ্যা ক্রমাগতই বাড়তে থেকেছে। তাঁর তৃতীয় ছবি ‘আশিকি-২’ মুক্তি পায় ২০১৩-সালে। যেখানে তিনি 'আরোহী'র চরিত্রে অভিনয় করেন, রূপালী পর্দায় তাঁর সেই উজ্জ্বল উপস্থিতি দর্শকরদের একপ্রকার ‘পাগল’ করে তোলে। তারপর প্রায় এক দশকেরও বেশি সময় পার হয়েছে। গত বছর শ্রদ্ধাকে দেখা গিয়েছিল স্ত্রী ২ (২০২৪) তে, সেই ছবিও বক্স অফিসে সুপারহিট।
✃ চলতি মাসের শুরুতেই (৩ মার্চ) শ্রদ্ধা কাপুরের ৩৮ বছরে পা দিয়েছেন। এদিকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শ্রদ্ধা কাপুরের স্কুল জীবনের ছবি। ছবি দেখে মনে হচ্ছে সেটি শ্রদ্ধার স্কুলের শেষ দিনে তোলা একটি ছবি, কারণ তাঁর মুখে এবং সাদা ইউনিফর্মে পেন দিয়ে নানান কিছু লেখা হয়েছে। যদিও তাঁর বন্ধুদের সেই সমস্ত লেখা সত্যিই পড়ে বোঝা দায়! তবে 'লাভ সাহু' এবং 'লাভ ইউ অলওয়েজ' এই লেখাগুলি শুধু বোঝা যায়।
👍 সোশ্যাল মিডিয়া প্ল্যার্টফর্ম রেডিটে উঠে এসেছে শ্রদ্ধার সেই ছবি…। ছবিটি নেটদুনিয়ায় ভাইরাল। প্রসঙ্গত শ্রদ্ধা কাপুর ১৫ বছর বয়স পর্যন্ত জামনাবাই নরসী স্কুলে এবং পরে তিনি আমেরিকান স্কুল অফ বোম্বেতে পড়াশোনা করেন। পড়ে তিনি বস্টন বিশ্ববিদ্যালয়ে সাইকোলজি নিয়ে পড়াশোনা করেন।