সদ্যই জিডি বᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚিড়লা সভাঘরে শিলাজিৎ সিক্সটি কনসার্ট অনুষ্ঠিত হয়ে গেল। সেখানেই এক মজার তথ্য শ্রোতাদের সঙ্গে ভাগ করে নিলেন গায়ক। জানালেন এক জ্যোতিষী নাকি তাঁকে নাম বদলানোর বুদ্ধি দিয়🌊েছিলেন। তারপর...?
কী জানালেন শিলাজিৎ?
এদিন তাঁর সঙ্গে মঞ্চে থাকা বাকি শিল্পীদের পাশাপাশি ধী অর্থাৎ তাঁর ছেলের সঙ্গে আলাপ করাতে গিয়ে শিলাজিৎ রীতিমত মশকরা করেন। বলেন, ‘আমার পিছনে যে বসে আছে, সে একদম ঠিক জায়গায় বসে আছে। আমার🌞 পিছনে লাগার জন্য যদি কারও ক্ষমতা হয় সেটা হচ্ছে এই মানুষটা, এই লোকটা, এꦇই ছেলেটার। ও ছাড়া আমার পিছনে কেউ লাগতে পারে না। কারণ এ খুব অল্প বয়সে আমার বাপ হয়ে গিয়েছে। সব বাপ ভুল যাতা হ্যায় ও ভি কভি বেটা থা। শিলাজিৎ কমল হাসানের এই ডায়লগ মনে রেখেছিল। চেষ্টা করেছিল আর যাই হই বাপ যেন না হই। যদিও তাঁর জন্য আমাকে গম্ভীর গলায় অনেক কথা শুনতে হয়।’
এরপরই তিনি বলেন, 'প্রবুদ্ধ ওকে ধী বলে না, মনে রাখতে পারে না। মেঘ বলে।' কিন্তু এই নাম বদলানোর নেপথ্যে আছে এক বিশেষ গল্প। সেটা জানিয়েই শিলাজিৎ এদিন বলেন, 'ওর মাকে এক জ্যোতিষী একবার নাম বদলাতে বলেছিল। আমার এক বন্ধু দীপ থেকে ইন্দ্রদীপ, আর রাজেশ শর্মা নীতীশ শর্মা হয়েছিল, হয়ে অনেক নাম করে ফেলে নাকি। ওহ না, ইন্দ্রদীপ থেকে দীপ হয়েছিল। আসলে মাফিয়াদের মতো নাম বদলায়, মনেও থাকে না। যাক গে, তারপর বউ একমাসে একবার হাওড়া থেকে আসা সেই জ্যোতিষীর সঙ্গে দেখা করে এসে উত্তেজিত হয়ে বলেছিল ছেলের নাম দ বা ধ দিয়ে করতে হবে। আমি তো ঢং ছাড়া কিছুই ভাবতে পারিনি। শুধু তাই নয়। সেই জ্যোতিষী আমার স্ত্রীকে বলেছিল আমাদের গোটা পরিবাꦓরে খালি ওর নাম ঠিক, ওর হাসবেন্ডের নামও বদলানো হয় যেন। এটা শুনেই আমি জোর হাত করে বলেছিলাম, ইলিনা আমার এই নামটা ছেড়ে দাও, বাপ এই নামটা দিয়েছে, স্মার্ট, সেক্সি একটা নাম।' বলাই বাহুল্য গায়কের এই কথায় হেসে গড়িয়ে পড়েন সকলে।
আরও পড়ুন: উইকেন্ড ম্যাজিক! ১৬ তম দিনে ৩.২৫ কোটি আয় সিংঘমের, কী হাল কার্তিকের ভুল ভু🍨লাইয়া ৩-র?
এদিন ফিসফিস থেকে শুরু করে কত রাত খুঁজেছি, ঝিন্টি, পিন্দারে পলাশের ব⛎োন, ♎সহ একাধিক গান গেয়ে শোনান শিলাজিৎ।