হাতে আর তো কয়েকটা দিন। তারপরই শুরু হবে বাঙালির নতুন বছর। বিশুদ্ধ পঞ্জিকা মতে ১৪ এপ্রিল, ২০২৪-এ শুরু হ♕চ্ছে ১৪৩১ বঙ্গাব্দ। অর্থাৎ সামনের রবিবারই বাঙালির ১লা বৈশাখ। আর এই নববর্ষের সঙ্গে বহু বাঙালিরই নানান স্মৃতি জড়িয়ে রয়েছে। সেই ছোটবেলারই কিছু স্মৃতি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ইমন চক্রবর্তী। তাঁর কথায়, ‘নববর্ষ আসা মানেই শৈশবের স্মৃতি মনে করিয়ে দেয়।’
সম্প্রতি নতুন বছরের জন্য ক্যালকাটা টাইমস-এর সঙ্গে কিছুটা হটকে লুকে ফটোশ্যুটও করেন ইমন। 🃏সেখানে তাঁকে খানিকটা ধোতি স্টাইলে লাল রঙের শাড়ি আর স্টিলেটো জুতো পরে বাইক চালাতে দেখা যায়। গায়িকার কথায়, ‘এই প্রথমবার আমি শাড়ি পরে বাইক চালালাম, তাও আবার স্টিলেটো পরে।’
ই-টাইমসকে ইমনের বলেন, ‘আমার কাছে পয়লা বৈশা🦩খ মানে ♑ইতিবাচকতা, নতুন জামা, ভালো খাবার, সীমাহীন আড্ডা আর ভালো গান। নববর্ষের দিনে ছোলার ডাল আর লুচি প্রাতঃরাশের (ব্রেকফাস্ট) জন্য আবশ্যক। আর দুপুরের খাবারে থাকবে মংস-ভাত। আর মিষ্টি তো এই ভোজের অবিচ্ছেদ্য অংশ!’
আরও পড়ুন-‘নারীবাদ-এ বিশ্বাস নেই, পুরুষরা উপর্জন করলে, মহিলারা ঘর সামলা꧟লে ক্ষতি কী!’ বলছেন নোরা?
নববর্ষে ইমনের থেকে অনুরাগীরা কী পাবেন? সেপ্রশ্ন ইমন বলেন, 'নতুন বছরে মানুষ যাতে🅠 নতুন ইমন দেখতে পায় সেজন্য আমি নিজেকে নতুনভাবে তৈরি করছি'। পয়লা বৈশাখের দিন কী করছেন? একথায় ইমন জানান, ‘ওইদিন আমার গানের অনুষ্ঠান আছে। শ্রোতারা ওইদিন আমার মিউজিক্যাল ব্র্যান্ডটি নতুনভাবে দেখতে পাবেন।’