সৌরেন্দ্র-সৌম্যজিৎ মানেই নতুন কিছু। তাঁদের অভিনব ভাবনায় বরাবর মুগ্ধ হয়েছেন সকলেই। এবারেও তার অন্যথা হল না। ৮ মে রবীন্দ্র জয়ন্তী। সকলেই গঙ্গাজলে গঙ্গাপুজো করার মতো করেই রবি ঠাকুরের গানেই তাঁর জন্মদিনকে উদযাপনকে করছেন। কিন্তু প্রতিবারের মতো এবারেও অন্যরকম𒐪 ভাবে এই উৎসব, হ্যাঁ বাঙালির তেরো পার্বণের অন্꧑যতম পার্বণকে উদযাপন করলেন সৌরেন্দ্র-সৌম্যজিৎ। মিলিয়ে দিলেন রবি ঠাকুর আর গুলজারকে।
এবারের রবীন্দ্র জয়ন্তীতে সৌরেন্দ্র-সৌম্যজিতের বিশেষ নিবেদন
রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তাঁর কবিতার উত্তর দিয়েই কথা বলার চেষ্টা করলেন গুলজার। কবিতার উত্তর যেন কবিতাই। 'আজ হতে শতবর্ষ পরে...' কবিতায় কবিগুরু জানতে চেয়েছিলেন এক শতাব্দী পরেও কে বা কারা তাঁর কবিতা পড়ছেন। এবার সেই কবিতার উত্তর দিলেন গুলজার। আর সবটাই ঘটল সৌরেন্দ্র-সৌম্যজিতের ভাবনা এবং নেতৃত্বে। এবারের রবীꦦন্দ্র জয়ন্তীতে প্রকাশ্যে এল সেই ভিডিয়ো।
আরও পড়ুন: রবির দিনে💧ই উচ্চমাধ্যমিকের রেজাল্ট, কঠিন পরিস্থিতি♈তে ইমনের মনে উঁকি দিল কোন রবীন্দ্র সঙ্গীত?
এই অভিনব ভাবনা এবং ভিডিয়ো নিয়ে সৌরেন্দ্র-সৌম্যজিৎ জানিয়েছেন, 'আমরা সবসময় আমাদের কল্পনার ক্যানভাস൩ আরও সমৃদ্ধ করার চেষ্টা করে থাকি। একসঙ্গে গত কুড়ি বছর ধরে আমরা সঙ্গীত, সুর, নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে কাজ করে চলেছি। সঙ্গীতকে মাধ্যম করে সবসময় বৃহত্তর শিল্পকর্ম তৈরি করতে পছন্দ করে এসেছি।' তাঁরা আরও জানান, 'লকডাউনের সময় একটি অজানা নম্বর থেকে একটি ফোন আসে এবং কলের অপর প্রান্তে একটা ব্যারিটোন ভয়েস ছিল যিনি আমাদের কাজের খোঁজ রাখেন। কয়েক মিনিটের মধ্যে, কন্ঠস্বর বুঝতে ভুল হয়নি উনি ছিলেন গুলজার সাহেব। কিছু কমন বন্ধুদের কাছ থেকে আমাদের ফোন নম্বর সংগ্রহ করেছিলেন। রবীন্দ্রনাথের একটা কবিতা যা তিনি শতবর্ষ পরে কোনও এক কল্পলোকের কবিকে উদ্দেশ্য করে লিখে গেছেন, যে একশো বছর পরে কে তাঁর কবিতা পড়ছেন। নিজের প্রাসঙ্গিকতা বুঝে নেওয়ার এ এক শৈল্পিক কৌশল মাত্র! আর আমরা ঠিক করেছিলাম গুরুদেব তাঁর রেখে যাওয়া এই প্রশ্নের উত্তর যেন খুঁজে পান গুলজার সাহেবের লেখায়। সেই মোতাবেক গুলজার সাহেবেকে অনুরোধের ফসলস্বরূপ জন্ম নেয় একটা নতুন কবিতা। যা তিনি নিজেই পাঠ করেছেন এই ভিডিয়োটিতে। যেন শতবর্ষ পরে অন্য এক শতাব্দীর কবি গুরুদেবের সঙ্গে আলোচনা করছেন। উত্তর দিচ্ছেন তাঁর রেখে যাওয়া সব প্রশ্নের।'
আরও পড়ুন: খবরের খোঁজে গিয়ে মৃত্যু! বন্য হাতি♔ পিষে মারল বছর ৩৪ 🐼এর সাংবাদিককে
পরিশেষে সৌরেন্দ্র-সৌম্যজিৎ𝄹 জানান, 'এই ভিডিয়োটিতে এআই প্রযুক্তি ব্যবহার করে রবীন্দ্রনাথের কণ্ঠের নমুনা ব্যবহার করা হয়েছে। ঠিক যেন দুই কবির হঠাৎ দেখা কবিতার পথ ধরে। আমরা খুশি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে এই ভিডিয়োটি প্রকাশ করেছি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আশা করি সকল রবীন্দ্রানুরাগী তথা সাহিত্যপ্রেমী𒆙দের কাছে এই উদ্যোগ সাধুবাদ পাবে।'