কাঞ্চন মল্লিকের বাড়িতে অত্যন্ত ধুমধাম করে 💎কালীপুজোর আয়োজন করা হয়ে থাকে। এতদিন বন্ধু হিসেবে এই পুজোয় অংশ নিয়েছেন শ্রীময়ী চট্টরাজ। তবে এবার তিনিই গৃহকর্ত্রী। পুজোর আগে, পুজোর আয়োজন নিয়ে কী জানালেন তিনি?
কাঞ্চন এবং শ্রীময়ীর বাড়ির কালীপুজো
এদিন সংবাদ প্রতিদিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে কাঞ্চন মল্লিকের ঘরণী শ্রীময়ী চট্টরাজ জানিয়েছেন এবার তাঁরা তাঁদের বাড়িতে বিশেষ ধুমধাম করে কালীপুজো করবেন না। তবে এলাহী ব্যবস্থার বদলে, ঘরোয়া ভাবে পুজো হলেও নিষ্ঠার অভাব থাকবে না। আর সেই জন্যই ইতিমধ্যেই তাঁর🍨া দেবীর শাড়ি, গয়না কিনে ফেলেছেন। ধনতেরাসে গয়না কি𒐪নবেন প্রথা মেনে।
কালীপুজোর দিন কাঞ্চন এবং শ্রীময়ী দুজনই নির্জলা উপোস থাকবেন। পুজো দিয়েই আহার গ্রহণ করবেন তাঁরা। নিজের হাতে ভোগ রাঁধবেন অভিনেত্রী। তিনি ছোট থেকেই তাঁর বাড়িতেও পুজো আচ্ছা দেখে এস🍌েছেন, ফꦇলে সিরিয়ালের শ্যুটিংয়ের ব্যস্ততার ফাঁকে এগুলোকে তাঁর মোটেই বাড়তি দায়িত্ব বলে মনে হয় না।
কাঞ্চন মল্লিকের বাড়ির কালীপুজোর অজানা গল্প ফাঁস শ্রীময়ী চট্টরাজের
এদিন কথা প্রসঙ্গে শ্রীময়ী জানান কাঞ্চন মল্লিকের বাড়ির কালীপুজো মাঝে বেশ কয়েক বছর বন্ধ ছিল। একবার তাঁর মায়ের গায়ে পুজোর দিন আগুন ধরে যাওয়ায় এই পুজো বন্ধ করে দেওয়া হয়। পরে অভিনেত্রীর আশ্বাসেই ফের ২০২১ সাল থেকে অভিনেতার বাড়িতে শক্তির আরাধনা শুরু হয়। তবে এই বছর অন্যান্য বছরের মতো তিনি আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন কিনা সেই বিষয়ে কোনও নিশ্চিত বার্তা দিতে পারেন না শ্রীময়ী চট্টরাজ। তবে তিনি এটা জানিয়েছেন,🅘 মাঝে যে কবছর বাড়িতে পুজো হয়নি তখন কাঞ্চন খরাজ মুখোপাধ্যায়ের বাড়িতে যেতেন।