শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও অভিনীত স্ত্রী ছবিটির সিক্যুয়েল গত ১৫ অগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন মুক্তি পেয়েছিল। দেখতে দেখতে ২০ দিন পেরিয়ে গিয়েছে। আর এই💟 ২০ দিনে বক্স অফিসে রীতিমত ঝড়ো ব্যাটিং চালিয়েছে স্ত্রী ꦚ২। আর তাই তো মঙ্গলবারের বক্স অফিস কালেকশনের পর বর্তমানে এই ছবিটি ৫০০ কোটি থেকে নামমাত্র দূরে দাঁড়িয়ে আছে। এমনটাই সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে।
বক্স অফিসে কত আয় করল স্ত্রী ২?
মঙ্গলবার অর্থাৎ ৩ সেপ্টেম্বর বক্স অফিসে শ্রদ্ধার 🐽ভৌতিক🌌 কমেডি ছবিটি ৬ কোটি টাকা আয় করেছে বলেই জানা গিয়েছে। ফলে এটির বর্তমান আয় ৪৯২.৮০ কোটি টাকায় দাঁড়িয়ে।
মুক্তির দিন এটি ৫১.৮ কোটি টাকা আয় করে। শুক্রবার সেটা একটু কমে হয় ৩১ কোটি ৪০ লাখ টাকা। শনিবার সেই পরিমাণ আরও বেড়ে হয় ৪৩ কোটি ৮৫ লাখ টাকা। আর রবিবার স্ত্রী ২ ৫৫ কোটি ৯০ লাখ আয় করেছে। সোমবার সেটা কিছুটা কমে হয়েছে ৩৮ কোটি ১০ লাখ। সোমবার অর্থাৎ রাখির বাজারে এই ছবিটি ৩৮ কোটি ১০ লাখ টাকা আয় করেছে। মঙ্গলবার এই ছবিটি বক্স অফিসে ২৫ কোটি ৮০ লাখ টাকা আয় করেছে। এরপর বুধবার সেই আয়ের পরিমাণ কিছুটা কমে হয় ১৯ কোটি। বৃহস্পতিবার স্ত্রী ২ বক্স অফিসে ১৬.৮ কোটি টাকা আয়ের পর দ্বিতীয় শুক্রবার ১৫ কোটি ২৮ লাখ ঘরে তোলে। ফলে বর্তমানে এই ছবিটির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৩০৬ কোটি ৯৩ লাখ টাকায়। আর শনিবার ৩২ কোটি টাকা আয় করেছে, এগারোতম দিনে এটি ৪২ কোটি ৪০ লাখ টাকা আয় করেছে। সোমবার আসতেই সেই আগের পরিমাণ অনেকটাই কমে। ১২ তম দিনে ছবিটি ১৮ কোটি ৫০ লাখ আয় করে। এর💛পর দ্বিতীয় মঙ্গল এবং বুধবার যথাক্রমে এটি ১১ কোটি ৭৫ লাখ এবং ৯ কোটি ৭৫ লাখ টাকা ঘরে তো🦹লে।
আরও পড়ুন: 'প্রতিটা দিন তোমায় মিস করব',༒ প্রিয়জনের মৃত্যুতে শোকস্তব্ধ অনন্যা, কাকে হারালেন অভিনেত্রী?
স্ত্রী ২ ছবিটি তৃতীয় বৃহস্পতিবার বক্স অফিসে ৮ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে। এরপর ১৬ তম দিনে ছবিটি বক্স অফিসে ৮ কোটি ৫০ লাখ টাকা আয় করে। শনি রবিবার আসতেই সেই আয়ের পরিমাণ লাফ দিয়ে বাড়ে অনেকটাই। শনিবার ১৬ কোটি এবং রবিবার ২২ কোটি টাকা ঘরে তোলে এই ছবিটি। তবে সোমবার আসতেই আবার খানিকটা পড়ে ছবির আয়। সেদಞিন এটি ৬ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে। মঙ্গলবার বক্স অফিসে ৬ কোটি আয়ের পর বর্তমানে এই ছবির মোট আয় দাঁড়িয়ে আছে ৪৯২ কোটি ৮০ লাখ টাকায়।