স্বাধীনতা দিবসের দিন মুক্তি পেয়েছে স্ত্রী ২। মাত্র তিনদিনেই বক্স অফিসে দারুণ ভাবে জাঁকিয়ে বসেছে এই ছবিটি। দর্শক এবং সমালোচকদের থেকে দারুণ প্রশংসা পাচ্ছে এই হরর কমেডি ছবিটি। এবার জানা গেল মাত্র ৩ দিনেই নাকি এই ছবিটি বিশ্বজুড়ে প্রায় ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছে!🎃 মোট কত আয় করল এটি?
আরও পড়ুন: 'ধর্ষণকে উনি এভাবেই দেখেন?' 💮আরজ🌟ি কর কাণ্ড 'স্ট্রে ইনসিডেন্ট'! সৌরভকে কটাক্ষ ঋত্বিক-সুজয়ের
বিশ্বজুড়ে কত আয় করল স্ত্রী ২ ছবিটি?
অমর কৌশিক পরিচালিত এই ছবিটি মাত্র ৩ দিন হল মুক্তি পেয়েছে। এরই মধ্যে বিশ্বজুড়ে আয়ের নিরিখে এটা প্রায় ২০০ কোটির কাছাকাছ꧂ি পৌঁছে গিয়েছে বলেই সচনিল্কের একটি রিপোর্টে জানানো হয়েছে। শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও অভিনীত এই ছবিটি ১৮৮ কোটি টাকা আয় করেছে গোটা পৃথিবী জুড়ে তাও ♛৩ দিনে।
একই সঙ্গে জানানো হয়েছে, ভারতের বাজারে ৩ দিনে এই ছবিটি ১৬৩ কোটি টাকা আয় করেছে। অন্যদিকে ভারতের বাইরে আরও ২৫ কোটি টাকা ঘরে তুলেছে। ফলে রবিবারের মধ্যে যে সংখ্যাটা ২০০ কোটির গণ্ডি ছাড়িয়ে যাবে বিশ্বজুড়ে সেটা বলার অপ🅺েক্ষা রাখে না।
প্রসঙ্গত স্বাধীনতা দিবসে এটার সঙ্গে আরও দুটো হিন্দি ছবি মুক্তি পেয়েছে, জন আব্রাহামের বেদা এবং অক্ষয় কুমারের খেল খেল মে। কিন্তু সেই ♎ছবি দুটোকে অনেকটা পিছনে ফেলে তরতর করে এগিয়ে চলেছে এই ভৌতিক কমেডি ছবি স্ত্রী ২।
স্ত্রী ২ প্রসঙ্গে
স্ত্রী ২ ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুরকে। গতবার যেꦚখান দিয়ে ছবির গল্প শেষ হয়েছিল এবার প্রায় সেখান থেকেই শুরু হল এই ছবির গল্প। অমর কৌশিক এই ছবিটির পরিচালনা করেছেন। সচনিল্কের রিপোর্ট অনুযায়ী মাত্র ৩ দিনেই ভারতে নাকি এই ছবিটি ১৩৫ কোটি টাকা আয় করে ফেলেছে।
স্ত্রী ২ এর জন্য কে কত পারিশ্রমিক পেলেন?
সূত্রের খবর অনুযায়ী স্ত্রী ২ ছবিটির জন্য শ্রদ্ধা কাপুর ৫ কোটি টাকা নিয়েছেন। তবে তাঁর থেকে একটু হলেও বেশ🌟ি পারিশ্রমিক নিয়েছে রাজকুমার রাও। তিনি এই কমেডি হরর ছবিটির জন্য ৬ কোটি টাকা নিয়েছেন নির্মাতাদের থেকে। এই ছবিতে তাঁকে আবারও ভিকির চরিত্রে দেখা গিয়েছে।
আরও পড়ুন: '৮১ বছর বয়সে এসেও এত কাজ কꦜেন করেন?', উদ্বিগ্ন ভক্তের প্রশ্নে কী জানালেন অমিতাভ?
এছাড়া ফ্রি প্রেস জার🎐্নালের একটি রিপোর্টের থেকে জানা গিয়েছে পঙ্কজ ত্রিপাঠী ৩ কোটি টাকা নিয়েছেন স্ত্রী ২ ছবিটির জন্য। অপরশক্তি খুরানা ৭০ লাখ টাকা 🎶নিয়েছেন বিট্টুর চরিত্রে অভিনয় করার জন্য আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েছেন ৫৫ লাখ টাকা।